কলকাতার মেট্রো রেলের ইতিহাসে প্রথমবার কোনও স্টেশন পুরোপুরি ভেঙে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হল। শহরের প্রাণপ্রবাহ নর্থ-সাউথ ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের টার্মিনাল স্টেশন কবি সুভাষ মেট্রো স্টেশন-এ সম্প্রতি এমনই সংকটজনক ফাটল ধরা পড়েছে, যার জেরে মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গিয়েছে এই স্টেশন। আপাতত পরিষেবা শেষ হচ্ছে শহীদ ক্ষুদিরাম স্টেশনেই।
মেট্রো রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “স্টেশনের স্তম্ভে এমন ফাটল দেখা গিয়েছে যা মেরামতযোগ্য নয়। ইতিমধ্যেই সিগন্যাল ও টেলিকম সরঞ্জাম খোলা শুরু হয়েছে। ভাঙার কাজ শুরু হয়েছে।”
মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, “প্ল্যাটফর্মের ওপর যে পিয়ার বা স্তম্ভ রয়েছে, সেগুলির কাঠামোগত দুর্বলতা এতটাই বেশি যে এগুলিকে ভেঙে ফেলাই একমাত্র উপায়। স্তম্ভ ভাঙতে হলে পুরো স্টেশনটাই গুঁড়িয়ে নতুন করে তৈরি করতে হবে।”
তিনি আরও জানান, কবি সুভাষ স্টেশনের গঠনগত ত্রুটি আগেই মেট্রো কর্তৃপক্ষের নজরে এসেছিল। দুর্গাপুজোর পর থেকে মেরামতির কাজ শুরুর পরিকল্পনা ছিল, কিন্তু হঠাৎই প্রবল বৃষ্টির পর মাটির নিচে বসে যাওয়ার ঘটনা সেই পরিকল্পনাকে এগিয়ে আনতে বাধ্য করেছে।
ইতিহাসে প্রথম, বিপদের ইঙ্গিত ছিল আগেই
কবি সুভাষ স্টেশন ২০১০ সালে চালু হয়েছিল দক্ষিণমুখী সম্প্রসারণের দ্বিতীয় ধাপে। দীর্ঘদিন ধরেই এর কাঠামোগত সমস্যার কথা বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। মেট্রো কর্মীদের সংগঠন প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়ন-এর সহসভাপতি সুভাসিস সেনগুপ্ত সংবাদমাধ্যমকে বলেন, “৪০ বছরের ইতিহাসে এমন বিপজ্জনক ডিজাইন আর কোনও স্টেশনে দেখা যায়নি। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও এতদিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”
যাত্রীদের জন্য বড় ধাক্কা
প্রতিদিন প্রায় ৬ লক্ষ যাত্রী যাতায়াত করেন কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডোরে। এর মধ্যে একটি বড় অংশ ব্যবহার করেন কবি সুভাষ স্টেশন। এক বছরের জন্য পরিষেবা বন্ধ থাকায় দক্ষিণ কলকাতা, নিউ গড়িয়া ও আশপাশের বাসিন্দাদের যাত্রা পথে বড় রকম প্রভাব পড়বে।
তবে মেট্রো কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, যাত্রী নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব নতুন স্টেশন গড়ে তোলার কাজ শুরু হবে। স্টেশন চালুর পরেও কিছু আর্কিটেকচারাল বা সুন্দরিকরণের কাজ চলতে পারে, কিন্তু ট্রেন চলাচলে বাধা থাকবে না।
উল্লেখযোগ্য তথ্য:
- কবি সুভাষ স্টেশন চালু হয়: অক্টোবর ২০১০
- ব্লু লাইনের দৈর্ঘ্য: ৩২ কিমি (দক্ষিণে কবি সুভাষ, উত্তরে দক্ষিণেশ্বর)
- কবি সুভাষ স্টেশন: ব্লু লাইনের একমাত্র স্টেশন যা ভেঙে আবার গড়া হচ্ছে
- বর্তমান পরিষেবা থামছে: শহিদ ক্ষুদিরাম স্টেশনে
- মেরামত ও পুনর্নির্মাণে সম্ভাব্য সময়: প্রায় ১ বছর
মেট্রো রেলের এই সিদ্ধান্ত একদিকে যাত্রী সুরক্ষার দিকে নজর দিলেও, অন্যদিকে শহরের পরিবহণ ব্যবস্থার ওপর তাৎক্ষণিক চাপ তৈরি করবে। এখন দেখার, কত দ্রুত কাজ শেষ করে নতুন রূপে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্টেশন ফিরতে পারে আগের কর্মচাঞ্চল্যে।
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে পিলারে ফাটল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us