Homeখবরকলকাতাকবি সুভাষ মেট্রো স্টেশন পুরো ভেঙে গড়ার সিদ্ধান্ত! এক বছর বন্ধ থাকতে...

কবি সুভাষ মেট্রো স্টেশন পুরো ভেঙে গড়ার সিদ্ধান্ত! এক বছর বন্ধ থাকতে পারে দক্ষিণ প্রান্তের টার্মিনাল স্টেশন

প্রকাশিত

কলকাতার মেট্রো রেলের ইতিহাসে প্রথমবার কোনও স্টেশন পুরোপুরি ভেঙে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হল। শহরের প্রাণপ্রবাহ নর্থ-সাউথ ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের টার্মিনাল স্টেশন কবি সুভাষ মেট্রো স্টেশন-এ সম্প্রতি এমনই সংকটজনক ফাটল ধরা পড়েছে, যার জেরে মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গিয়েছে এই স্টেশন। আপাতত পরিষেবা শেষ হচ্ছে শহীদ ক্ষুদিরাম স্টেশনেই।

মেট্রো রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “স্টেশনের স্তম্ভে এমন ফাটল দেখা গিয়েছে যা মেরামতযোগ্য নয়। ইতিমধ্যেই সিগন্যাল ও টেলিকম সরঞ্জাম খোলা শুরু হয়েছে। ভাঙার কাজ শুরু হয়েছে।”

মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, “প্ল্যাটফর্মের ওপর যে পিয়ার বা স্তম্ভ রয়েছে, সেগুলির কাঠামোগত দুর্বলতা এতটাই বেশি যে এগুলিকে ভেঙে ফেলাই একমাত্র উপায়। স্তম্ভ ভাঙতে হলে পুরো স্টেশনটাই গুঁড়িয়ে নতুন করে তৈরি করতে হবে।”

তিনি আরও জানান, কবি সুভাষ স্টেশনের গঠনগত ত্রুটি আগেই মেট্রো কর্তৃপক্ষের নজরে এসেছিল। দুর্গাপুজোর পর থেকে মেরামতির কাজ শুরুর পরিকল্পনা ছিল, কিন্তু হঠাৎই প্রবল বৃষ্টির পর মাটির নিচে বসে যাওয়ার ঘটনা সেই পরিকল্পনাকে এগিয়ে আনতে বাধ্য করেছে।

ইতিহাসে প্রথম, বিপদের ইঙ্গিত ছিল আগেই

কবি সুভাষ স্টেশন ২০১০ সালে চালু হয়েছিল দক্ষিণমুখী সম্প্রসারণের দ্বিতীয় ধাপে। দীর্ঘদিন ধরেই এর কাঠামোগত সমস্যার কথা বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। মেট্রো কর্মীদের সংগঠন প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়ন-এর সহসভাপতি সুভাসিস সেনগুপ্ত সংবাদমাধ্যমকে বলেন, “৪০ বছরের ইতিহাসে এমন বিপজ্জনক ডিজাইন আর কোনও স্টেশনে দেখা যায়নি। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও এতদিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”

যাত্রীদের জন্য বড় ধাক্কা

প্রতিদিন প্রায় ৬ লক্ষ যাত্রী যাতায়াত করেন কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডোরে। এর মধ্যে একটি বড় অংশ ব্যবহার করেন কবি সুভাষ স্টেশন। এক বছরের জন্য পরিষেবা বন্ধ থাকায় দক্ষিণ কলকাতা, নিউ গড়িয়া ও আশপাশের বাসিন্দাদের যাত্রা পথে বড় রকম প্রভাব পড়বে।

তবে মেট্রো কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, যাত্রী নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব নতুন স্টেশন গড়ে তোলার কাজ শুরু হবে। স্টেশন চালুর পরেও কিছু আর্কিটেকচারাল বা সুন্দরিকরণের কাজ চলতে পারে, কিন্তু ট্রেন চলাচলে বাধা থাকবে না।

উল্লেখযোগ্য তথ্য:

  • কবি সুভাষ স্টেশন চালু হয়: অক্টোবর ২০১০
  • ব্লু লাইনের দৈর্ঘ্য: ৩২ কিমি (দক্ষিণে কবি সুভাষ, উত্তরে দক্ষিণেশ্বর)
  • কবি সুভাষ স্টেশন: ব্লু লাইনের একমাত্র স্টেশন যা ভেঙে আবার গড়া হচ্ছে
  • বর্তমান পরিষেবা থামছে: শহিদ ক্ষুদিরাম স্টেশনে
  • মেরামত ও পুনর্নির্মাণে সম্ভাব্য সময়: প্রায় ১ বছর

মেট্রো রেলের এই সিদ্ধান্ত একদিকে যাত্রী সুরক্ষার দিকে নজর দিলেও, অন্যদিকে শহরের পরিবহণ ব্যবস্থার ওপর তাৎক্ষণিক চাপ তৈরি করবে। এখন দেখার, কত দ্রুত কাজ শেষ করে নতুন রূপে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্টেশন ফিরতে পারে আগের কর্মচাঞ্চল্যে।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে পিলারে ফাটল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

আরও পড়ুন

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

বিদায় ২০২৫! রাত ১২টায় বাজি-পটকা ফাটিয়ে আনন্দনগরীতে নতুন বর্ষকে বরণ

খবর অনলাইন ডেস্ক: বছরের শেষ রাত। একই সঙ্গে নতুন বছরকে বরণ করার পালা। রাত...