Home খবর কলকাতা বর্ষা ও কোভিড আতঙ্ক একসঙ্গে, ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

বর্ষা ও কোভিড আতঙ্ক একসঙ্গে, ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

বর্ষার আগমনী বার্তা এবং রাজ্যে ফের করোনার হালকা উত্থানে সতর্ক কলকাতা পুরসভা। এই পরিস্থিতিতে ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ গ্রহণের কথা জানাল পুরসভার স্বাস্থ্য বিভাগ। নাগরিকদের প্রতি জারি করা হল সতর্কবার্তা।

রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৫৪টি নতুন কোভিড সংক্রমণ চিহ্নিত হয়েছে। বর্তমানে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৭৪৭

বর্ষার প্রাক্কালে বৃষ্টির মাত্রাও অনিয়মিত। পুরসভার তথ্য অনুযায়ী, গত বছর মে মাসে শহরে ৫০৪ মিলিমিটার বৃষ্টি হলেও, এবছর মে মাসে তা মাত্র ৭২.৮ মিলিমিটার। জুনের প্রথম সপ্তাহে গত বছর বৃষ্টিপাত ছিল ০ মিলিমিটার, এবছর সেই সংখ্যা ৪২.২ মিলিমিটার। এই অনিয়মিত আবহাওয়াই ডেঙ্গি ও ম্যালেরিয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

কী বলছেন পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা?
কলকাতা পুরসভার ভেক্টর কন্ট্রোল শাখার প্রধান ডা. দেবাশিস বিশ্বাস জানান, “দেহে জ্বর বা সংক্রমণের উপসর্গ দেখা দিলেই ডেঙ্গি এবং ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা করাতে হবে। বাড়ির ভিতরে বা আশপাশে কোথাও ৭ দিনের বেশি জল জমতে দেওয়া চলবে না। নির্মীয়মাণ বাড়ি, গাছের টব—এইসব স্থানও পরিষ্কার রাখা আবশ্যিক।”

ডা. বিশ্বাস আরও জানান, গত বছরের তুলনায় শহরে ডেঙ্গির সংক্রমণ অনেকটাই কমেছে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ৯১ শতাংশ কম ডেঙ্গির মামলা নথিভুক্ত হয়েছে। এই বছরও এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

নাগরিকদের জন্য নির্দেশিকা:

  • সপ্তাহে অন্তত একদিন বাড়ির ছাদ ও আশপাশ পরিষ্কার করুন
  • টব, ফ্রিজের ট্রে, পরিত্যক্ত পাত্রে জল জমতে দেবেন না
  • নির্মীয়মাণ বাড়ি বা ফাঁকা জায়গায় জমে থাকা জল নিষ্কাশন করুন
  • সন্দেহজনক জ্বর হলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করান

পুরসভার স্বাস্থ্য দফতর মনে করছে, সাধারণ মানুষ সচেতন হলে এবং পুরসভার উদ্যোগের সঙ্গে সহযোগিতা করলে বর্ষার মরশুমেও শহর ডেঙ্গি-মুক্ত রাখা সম্ভব।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version