খবর অনলাইন ডেস্ক: নাগরিকদের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি করতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। পরিবেশ নিয়ে তারা চালু করেছে এক সার্টিফিকেট কোর্স। কোর্সের নাম ‘পরিবেশ যোদ্ধা’। প্রকৃতিকে বাঁচানোর প্রক্রিয়ায় আরও বেশি বেশি করে যুবকদের শামিল করতে এ ধরনের উদ্যোগ নিয়েছে পুর কর্তৃপক্ষ। এই প্রথম এ ধরনের উদ্যোগ নিল তারা।
এই কার্যক্রম রূপায়িত করতে পুরসভা জনাপঁচিশেক যুবককে পেয়েছে। কলকাতার শহরবাসীর মধ্যে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে সচেতনতা তৈরি করার কাজে ওই যুবকরা নেতৃত্ব দেবেন।
সূত্র মারফত জানা গিয়েছে, ওই যুবকদের বর্জ্য ব্যবস্থাপনা, কার্বন নিঃসরণ ইত্যাদি বিষয়-সহ পরিবেশ নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা তাঁদের ওই বিষয়ে শিক্ষিত করে তুলবেন।
কলকাতা শহর সম্পর্কে যে সব রিপোর্ট এসেছে তা থেকে জানা যাচ্ছে, পরিবেশের দিক থেকে এই শহর বেশ সহজভেদ্য জায়গায় রয়েছে। এ কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের সূত্রে জানা গিয়েছে, ওই সব রিপোর্টে কলকাতা শহরে ঝড় এবং অনিয়মিত বৃষ্টি, অত্যধিক বজ্রপাত-সহ আবহাওয়ার নানা খামখেয়ালিপনার কথা বলা হয়েছে। মেয়র বলেন, পরিবেশ রক্ষা করার বিষয়টি নিয়ে কিছু করার ক্ষেত্রে বেশ বিলম্ব হয়ে গিয়েছে। তবু, “কখনও কিছু না করার চেয়ে দেরিতে করা তো ভালো”, বলেন মেয়র।
কলকাতা শহরে পুরসভা পরিবেশ সংক্রান্ত যে সব কর্মসূচি গ্রহণ করে থাকে তাঁর সঙ্গে সবসময় জড়িয়ে থাকেন অধ্যাপক অভিজিৎ মিত্র। মেয়রেরই কথার প্রতিধ্বনি করে অধ্যাপক মিত্র বলেন, ঝড় এবং অত্যধিক বৃষ্টিপাতের চেয়েও আরও বিপজ্জনক ব্যাপার সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি। কলকাতার কাছে সমুদ্রতল বছরে ৩.১৬ মিমি করে বাড়ছে। সমুদ্রতলের এই বৃদ্ধির পরিমাণ বিশ্বের যে কোনো অঞ্চলের চেয়ে কলকাতায় অনেক বেশি। তা ছাড়া বিশ্বের অন্যত্র সমুদ্রতলের গড় বৃদ্ধির পরিমাণ ২.৫০ মিমি, যা কলকাতার চেয়ে বেশ কম। এই কথা মাথায় রেখে কলকাতা শহরকে পরিবেশগত দিক থেকে বিপন্মুক্ত করাই এখন এই সময়ের সবচেয়ে জরুরি কাজ বলে মনে করেন অধ্যাপক মিত্র।
আরও পড়ুন
অনলাইনের সঙ্গে কলকাতা পুরসভার পার্কিং লটে ফের চালু হচ্ছে নগদ লেনদেন