Homeখবরকলকাতাছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা...

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

প্রকাশিত

উৎসবের মরসুম শেষ হতেই ফের কড়া অবস্থান নিল কলকাতা পুরসভা। নিউমার্কেট এবং তার আশপাশের রাস্তায় বেআইনি হকারদের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু হবে ছটপূজোর পরই। পুরসভা সূত্রে খবর, উৎসবের সময়ে শিথিলতার সুযোগ নিয়ে ফের দখল বেড়েছে হিউমায়ুন প্লেস, বারট্রাম স্ট্রিট, লিন্ডসে স্ট্রিট-সহ আশপাশের এলাকাগুলিতে।

একজন কলকাতা পুরসভা আধিকারিক, যিনি একইসঙ্গে টাউন ভেন্ডিং কমিটির (TVC) সদস্যও, বলেন— “দুর্গাপূজোর আগে হকারদের কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু এখন যখন উৎসব শেষের দিকে, তখন ফুটপাত দখল নিয়ে কঠোর পদক্ষেপ করতেই হবে।”

সোমবার ‘টাইমস অফ ইন্ডিয়া’-এর সমীক্ষা জানাচ্ছে, হুমায়ুন প্লেসে এখন পাঁচ সারি হকার বসে রয়েছেন—এক সারি ফুটপাথে ও চার সারি রাস্তার উপরে। ফলে ৩০ ফুট চওড়া রাস্তার অর্ধেকের বেশি জায়গা দখল হয়ে গেছে। এমনকি ১৫x১০ ফুট মাপের কিছু স্টল প্রায় স্থায়ী কাঠামোর মতো জায়গা দখল করে বসেছে।

গত বছর কলকাতা পুরসভা, টিভিসি ও পুলিশের যৌথ অভিযানে এই অঞ্চল থেকে হকারদের উচ্ছেদ করে রাস্তায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। তখন নিউমার্কেট, শ্রীরম আর্কেড, ট্রেজার আইল্যান্ড, বারট্রাম স্ট্রিট ও লিন্ডসে স্ট্রিটের দোকানদাররা স্বস্তি পেয়েছিলেন। তাঁদের আশা ছিল, পার্কিং ফের চালু হলে ক্রেতারা ফিরবেন।

কিন্তু খুশি দীর্ঘস্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই হকাররা ফের ফিরে আসে এবং পুরো রাস্তাটি পুনরায় দখল করে নেয়। সোমবার দেখা যায়, যেখানে ১২টিরও বেশি গাড়ি পার্ক করা সম্ভব, সেখানে মাত্র দুটি গাড়ি রাখা হয়েছে—বাকি জায়গা হকারদের দখলে।

বারট্রাম স্ট্রিটে রাস্তার অর্ধেক জায়গা দখল করে তিন-চার সারি হকার বসে আছেন। কেউ ব্যাগ বিক্রি করছেন, কেউ আবার গাড়ির গায়ে পণ্য সাজিয়ে ব্যবসা চালাচ্ছেন।

হকার সংগঠন হকার সংগ্রাম কমিটির সভাপতি শক্তিমান ঘোষ, যিনি টিভিসিরও সদস্য, বলেন, “নিউমার্কেট অঞ্চলের ফুটপাত দখলমুক্ত করতে পুরসভা ও পুলিশকে একসঙ্গে কাজ করতে হবে। একইসঙ্গে পুরসভা ভবনের সামনেও বেআইনি হকারদের সরাতে হবে। কেবল হকারদের দায় দিয়ে লাভ নেই — প্রশাসনের কিছু অংশের ব্যর্থতাও দায়ী।”

কলকাতা পুলিশের একটি সূত্র জানিয়েছে, পুরসভার অনুরোধ পেলেই তারা অভিযানে অংশ নিতে প্রস্তুত।ফলে ছটপূজোর পর থেকেই নিউমার্কেটের রাস্তাগুলিতে শুরু হতে চলেছে পুরসভা–পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান, যা হকার ও ব্যবসায়ী — দুই পক্ষের মধ্যেই নতুন করে টানাপোড়েন তৈরি করতে পারে।

আরও পড়ুন: কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

আরও পড়ুন

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।