আরও একটা বৃষ্টিভেজা সপ্তাহ পাবে কলকাতা। রবিবার, ১৭ আগস্ট থেকেই শহরে বিক্ষিপ্ত বৃষ্টি এবং আর্দ্রতার অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহজুড়ে কখনও মাঝারি তো কখনও হালকা বৃষ্টিপাত হবে। তবে শুক্রবার নাগাদ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সাত দিনের আবহাওয়ার পূর্বাভাস
- রবিবার, ১৭ আগস্ট: বিক্ষিপ্ত বৃষ্টি, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২°C, সর্বনিম্ন ২৭.২°C। আর্দ্রতায় অস্বস্তি প্রবল।
- সোমবার, ১৮ আগস্ট: মাঝারি বৃষ্টি, তাপমাত্রা ২৬°C থেকে ৩২°C।
- মঙ্গলবার, ১৯ আগস্ট: বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, আংশিক মেঘলা আকাশ।
- বুধবার, ২০ আগস্ট: হালকা বৃষ্টি, বাইরের কাজে সুবিধাজনক দিন।
- বৃহস্পতিবার, ২১ আগস্ট: আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল, আকাশ আংশিক মেঘলা।
- শুক্রবার, ২২ আগস্ট: ভারী বৃষ্টির সম্ভাবনা, ঘরে থাকার পরামর্শ।
- শনিবার, ২৩ আগস্ট: বৃষ্টির দাপট কিছুটা কমলেও আর্দ্রতার অস্বস্তি বজায় থাকবে।
এই সপ্তাহে বাইরে বেরোলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা জরুরি। আর্দ্রতার কারণে জলশূন্যতা এড়াতে বারবার জলপান করা প্রয়োজন। গরমে আরামদায়ক, ঢিলেঢালা ও বাতাস চলাচল করে এমন পোশাক সবচেয়ে উপযুক্ত।
আরও পড়ুন
নিউ জলপাইগুড়ি স্টেশনে সংস্কারকাজ, বাতিল একগুচ্ছ ট্রেন! যাত্রাপথ বদল হাওড়া-এনজেপি শতাব্দীর