Homeখবরকলকাতাকলকাতায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে ২০ শতাংশ, জানালেন পুলিশ কমিশনার

কলকাতায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে ২০ শতাংশ, জানালেন পুলিশ কমিশনার

প্রকাশিত

২০২৪ সালে কলকাতায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর যেখানে ১৫৯ জনের মৃত্যু হয়েছিল, এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯১-এ। সোমবার লালবাজারে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ হাফ ম্যারাথনের ওয়েবসাইট উদ্বোধনের সময় এই তথ্য জানান পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

পুলিশ কমিশনার জানান, কলকাতা পুলিশের অধীনে নতুন এলাকাগুলি যুক্ত হওয়ার পর থেকেই দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষত, দুর্ঘটনাপ্রবণ ভাঙড় অঞ্চল যুক্ত হওয়ায় এই পরিসংখ্যানে প্রভাব পড়েছে। তিনি বলেন, “আমি যখন ডিসি ট্রাফিক ছিলাম, তখন গড়ে প্রতি বছর ৪০০-র বেশি মৃত্যুর ঘটনা ঘটত। ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প চালু হওয়ার পর সেই সংখ্যা অনেকটাই কমে আসে। তবে আমাদের আরও ভালো করতে হবে।”

দুর্ঘটনা রোধে নাগরিকদের সচেতনতার উপর গুরুত্ব দিয়ে পুলিশ কমিশনার বলেন, “শুধু ট্রাফিক পুলিশের প্রচেষ্টা যথেষ্ট নয়। প্রয়োজন সাধারণ মানুষের ট্রাফিক নিয়ম মেনে চলার ইচ্ছা ও সচেতনতা।”

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনা রোধে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প কলকাতা পুলিশের একটি উদ্যোগ, যা চালু হওয়ার পর সড়ক নিরাপত্তার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে ভূমিকা রেখেছে। তবে, সাম্প্রতিক পরিসংখ্যান নতুন করে প্রশ্ন তুলছে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আরও কী কী উদ্যোগ প্রয়োজন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলো-ছায়ার কল্পলোক ও ‘গোড়ার কথা’, বিমল সামন্তের থিমে মাতাবে আহিরীটোলা যুবকবৃন্দের পুজো 

আহিরীটোলা যুবকবৃন্দে আলো-ছায়ার কল্পলোক, অবসরে শেকড়ে ফেরার ডাক—বিমল সামন্তের অনন্য থিমে দুর্গাপুজো সাজছে কলকাতা।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

আরও পড়ুন

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।