Home খবর কলকাতা কড়াকড়িকে বুড়ো আঙুল! দীপাবলিতে কলকাতা দাপাল শব্দবাজি, দূষণ ছুঁল দিল্লিকে

কড়াকড়িকে বুড়ো আঙুল! দীপাবলিতে কলকাতা দাপাল শব্দবাজি, দূষণ ছুঁল দিল্লিকে

দীপাবলিতে শব্দবাজি ও দূষণের কড়াকড়ি সত্ত্বেও কলকাতা যেন পিছু হটেনি। রাতভর বাজির তাণ্ডবে বাতাসে দূষণের মাত্রা বাড়তেই থাকে, যা দূষণ নিয়ন্ত্রণের সমস্ত প্রচেষ্টাকে কার্যত ভেস্তে দেয়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টার সময় কলকাতায় বাতাসের মান সূচক ১৭০ থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে এটি আরও বিপজ্জনক মাত্রায় পৌঁছায়।

শহরের বিভিন্ন অংশে দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। রাত ১০:৪৫ মিনিটে রবীন্দ্র সরোবর এলাকায় বাতাসের মানসূচক ছিল ১৯০, ফোর্ট উইলিয়াম চত্বরে ১৮৩ এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই সূচক পৌঁছায় ১৮২-এ। উত্তর কলকাতার বিধাননগরে রাত ১১টায় বাতাসের মান ছিল ১৮২, যাদবপুরে ১৮৪, ঢাকুরিয়াতে ১৬৪ এবং চেতলায় ১৭৮।

দূষণের দিক থেকে পিছিয়ে নেই হাওড়ারও। বালিতে রাতের বেলায় দূষণ সূচক ছিল ১৫০-১৬০-এর মধ্যে। শহরের অন্যান্য দূষণপ্রবণ এলাকার মধ্যে বেলুড় মঠ, ঘুসুরি, এবং মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায় দূষণের সূচক ছিল যথাক্রমে ১৬৩, ১৬৯ এবং ১৩৮।

এদিকে, দিল্লিতেও একই পরিস্থিতি। রাত ১১টায় দিল্লির আনন্দ বিহারে বাতাসের মান সূচক ছিল ৫০০, যা একটি অত্যন্ত বিপজ্জনক মাত্রা। কলকাতা দূষণের ক্ষেত্রে দিল্লির সঙ্গে প্রায় পাল্লা দেয়। রাতে কলকাতার বালিগঞ্জ এলাকায় দূষণের সূচক পৌঁছায় ৪৮৮-এ। দুর্গাপুরের মহিষকাপুরে এই সূচক ছিল ৩৮৫, হাওড়ার ঘুসুরিতে ৩০৪ এবং যাদবপুরে ২২৭। এই পরিস্থিতি শহরবাসীর স্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে বলে মনে করছেন পরিবেশবিদরা।

কলকাতার সব খবর পড়ুন এখানে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version