Home খবর কলকাতা কলকাতা বইমেলায় আসছে নতুন অ্যাপ, সহজেই মিলবে স্টলের খোঁজ

কলকাতা বইমেলায় আসছে নতুন অ্যাপ, সহজেই মিলবে স্টলের খোঁজ

কলকাতা বইমেলায় আসছে নতুন অ্যাপ
কলকাতা বইমেলায় আসছে নতুন অ্যাপ

বইপ্রেমীদের জন্য সুসংবাদ!
এবার আন্তর্জাতিক কলকাতা বইমেলায় স্টল খুঁজে পেতে আর কোনও দুশ্চিন্তা নেই। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড নতুন মোবাইল অ্যাপ চালু করতে চলেছে, যা স্টলের অবস্থান জানাবে গুগল লোকেশনের মাধ্যমে। ২৮ জানুয়ারি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে শুরু হতে চলেছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সে মেলা নিয়ে এই তথ্য জানিয়েছেন গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে এবং সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়।

অ্যাপের বিশেষ ফিচার

গুগল লোকেশন ব্যবহার করে স্টলের সঠিক অবস্থান জানাবে।

পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে বইমেলাকে ভার্চুয়ালি দেখা যাবে।

প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে এই অ্যাপ।

ডিজিটাল ম্যাপের সঙ্গে মিলবে অংশগ্রহণকারী স্টলগুলোর সমস্ত তথ্য।

মেলা ও থিম

কলকাতা বইমেলা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবারের ফোকাল থিম কান্ট্রি জার্মানি। তারা একটি অভিনব থিম তৈরির পরিকল্পনা করেছে। মেলায় ম্যাসকট রূপে দেখা যাবে সরস্বতীর বাহন। বইমেলার মধ্যে সরস্বতীপুজো পড়ায় নতুন প্রজন্মের বইপ্রেমীদের উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

নেটওয়ার্ক সমস্যা ও সমাধান

বইমেলার প্রাঙ্গণে নেটওয়ার্কের সমস্যা প্রায়ই দেখা দেয়। এবার এই সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি গেটে কিউআর কোড স্ক্যানের ব্যবস্থা থাকবে, যা থেকে ডিজিটাল ম্যাপ ও স্টলের হদিশ পাওয়া যাবে।

গিল্ডের বক্তব্য

গিল্ডের দাবি, লক্ষ লক্ষ বইপ্রেমী এই অ্যাপের মাধ্যমে উপকৃত হবেন। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এই অ্যাপ তৈরি করছে। খুব শীঘ্রই এটি প্লে স্টোরে পাওয়া যাবে।

উদ্বোধন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ জানুয়ারি বিকেল ৪টায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এবার বইমেলায় নতুন প্রযুক্তির সমন্বয়ে বইপাঠের অভিজ্ঞতা আরও স্মরণীয় হবে বলে আশা করছে গিল্ড।

বদলে যাবে ধর্মতলার চেহারা, কলকাতার বুকে নতুন মেট্রোরেল হাব তৈরির কাজ শুরু

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version