1 বাগবাজার সর্বজনীন
বিভিন্ন গৃহস্থবাড়িতে ও সর্বজনীন পূজামণ্ডপে মায়ের শেষ পর্যায়ের সজ্জা চলছে। দ্বিতীয়ার দিন বাগবাজার সর্বজনীনে মায়ের মুকুট পরাচ্ছেন শিল্পীরা। ছবি: রাজীব বসু।
2 শ্রীভূমিতে রোনাল্ডিনহো
ফুটবলের কিংবদন্তি ব্রাজিলের রোনাল্ডিনহো এ বারের পুজোয় মহানগরের অতিথি। রবিবার তিনি শহরে এসেছেন। সোমবার উত্তর শহরতলির শ্রীভূমি পূজামণ্ডপে সকলের সঙ্গে নাচের ছন্দে। ছবি: রাজীব বসু।
3 মুখ্যমন্ত্রী-আবাসে
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য রোনাল্ডিনহো তাঁর আবাসে যান। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রোনাল্ডিনহোকে বরণ করেন মুখ্যমন্ত্রী।
4 ত্রিশূল হাতে মার্কিন কনসাল
সোমবার আহিরিটোলা সর্বজনীনের পূজামণ্ডপে গিয়েছিলেন মার্কিন কনসাল জেনারেল মেলিনা পাবক। সেখানে তাঁকে ত্রিশূল হাতে দেখা গেল। ছবি: রাজীব বসু।
5 মণ্ডপে মণ্ডপে ভিড়
তর সইছে না মানুষের। সে ভাবে দেখতে গেলে পুজো এখনও তিন দিন দূরে। শুক্রবার মহাষষ্ঠী। কিন্তু শহরবাসী ‘প্যান্ডেল হপিং’ শুরু করে দিয়েছেন দ্বিতীয়াতেই। ছবি: রাজীব বসু।