খবর অনলাইন ডেস্ক: মহালয়ার পরেই এসেছিল প্রাকৃতিক বিপর্যয়। ১১টি প্রাণও গেল তাতে। কিন্তু শহরবাসী সব ভুলে অন্যান্য বছরের মতো এবারেও দুর্গাপুজোয় মেতে উঠেছে। প্যান্ডেল ঘোরা শুরু হয়ে গেছে দ্বিতীয়ার দিন থেকেই। আর যত দিন যাচ্ছে, তত ভিড় তত বাড়ছে। মহানগরীর কিছু বিখ্যাত পুজো রাজীব বসুর ক্যামেরায়।
শুরু করা যাক দক্ষিণ থেকে।
লেক কালীবাড়ি

দক্ষিণ কলকাতার গোল পার্ক থেকে যে রাস্তা রাসবিহারী মোড়ের দিকে চলে গিয়েছে, সেই সাদার্ন অ্যাভেনিউ-এ ডান দিকে পড়ে লেক কালীবাড়ি। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই কালীবাড়ির দুর্গাপুজোয় ঐতিহ্যশালী। নির্দিষ্ট নিয়মবিধি মেনে পুজো হয়। ছবি: রাজীব বসু
শিবমন্দির সর্বজনীন
সাদার্ন অ্যাভেনিউ ধরে এগিয়ে চলুন। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম ছাড়িয়ে একটু এগিয়ে বাঁ দিকের রাস্তা ধরে চলে আসুন শিবমন্দিরে। মুদিয়ালি অঞ্চলের একটি বিখ্যাত পুজো শিবমন্দির সর্বজনীন। রাসবিহারী মোড় থেকে টালিগঞ্জ ফাঁড়ি যাওয়ার পথে দেশপ্রাণ শাসমল রোডে মুদিয়ালি বাসস্টপ। সেখান থেকেও চলে আসতে পারেন শিবমন্দিরে। এ বছর এই পুজোর থিম ‘বিষহরি’। মনসামঙ্গলের কথা তুলে ধরা হয়েছে এই পুজোয়। ছবি: রাজীব বসু
চেতলা অগ্রণী
দক্ষিণ কলকাতার আর-এক বিখ্যাত পুজো চেতলা অগ্রণী। রাসবিহারী মোড় থেকে সোজা পশ্চিম দিক বরাবর আদিগঙ্গার ব্রিজ পেরিয়ে খানিকটা গেলেই বাঁ দিকে পেয়ে যাবেন চেতলা অগ্রণীর মণ্ডপ। এ বছরের থিম সভ্যতার আদি রূপ। এই পুজোতে ভগবান মহেশ্বরের বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। ছবি: রাজীব বসু
সন্তোষ মিত্র স্কোয়্যার
দক্ষিণ থেকে চলে আসুন মহানগরীর মধ্যাঞ্চলে। শিয়ালদা এলাকার লেবুতলা পার্ক এখন সন্তোষ মিত্র স্কোয়ার। সেখানেই মণ্ডপ। এ বছরের ঠিক ‘অপারেশন সিঁদুর’। ছবি: রাজীব বসু
কাশী বোস লেন
মধ্য থেকে শহরের উত্তরে আসা যাক। চিত্তরঞ্জন অ্যাভেনিউ ও বিডন স্ট্রিটের মোড়ের কাছে এসে পুব দিকে বিডন স্ট্রিট ধরে এগিয়ে পৌঁছে যান হেদুয়াতে। রূপবাণী বাসস্টপের দিকে একটু এগোলেই বাঁ হাতে গলির ভেতর মণ্ডপ। এ বছর পুজোর থিম ‘পাকদণ্ডী’। লীলা মজুমদারের বিখ্যাত আত্মজীবনীমূলক বইটির নামেই পুজোর থিমের নামকরণ করেছেন উদ্যোক্তারা। শিশুসাহিত্যে লীলা মজুমদারের অবদান উদযাপিত হবে এই পুজোর থিমে। এবার ৮৮ বছরে পা দিল কাশী বোস লেনের পুজো। ছবি: রাজীব বসু
বাগবাজার সর্বজনীন
চলে আসা যাক আরও উত্তরে, বাগবাজারে। প্রথমে যার নাম ছিল ‘নেবুবাগান বারোয়ারি দুর্গাপুজো’, পরবর্তী কালে তারই নাম হয় ‘বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী’। সুবিশাল প্রতিমায় সাবেকিয়ানার ছোঁয়া সুস্পষ্ট। মায়ের মুখটি অপূর্ব সুন্দর। এ বছরেও তার ব্যতিক্রম হয়নি। ছবি: রাজীব বসু
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব
উত্তর থেকে এবার চলে আসা যাক পুবে। উল্টোডাঙা মোড় থেকে ভিআইপি রোড ধরে একটু এগোলেই মহানগরীর অন্যতম নামকরা পুজো শ্রীভূমি। সেখানে তো মহালয়া থেকেই ভিড় চলছে। এ বছর শ্রীভূমির থিম নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। আমেরিকার নিউ জার্সির শ্বেতপাথরের এই মন্দির খুব বেশি পুরনো নয়। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই মন্দির দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাই এ বছর সেই মন্দিরকেই থিম হিসেবে বেছে নিয়েছেন শ্রীভূমির কর্তারা। ছবি: রাজীব বসু
দমদম পার্ক সর্বজনীন
ভিআইপি রোড ধরে আরও এগিয়ে চলুন। লেক টাউন, বাঙ্গুর ছাড়িয়ে এগিয়ে যান। পৌঁছে যাবেন দমদম পার্কে। ৭৪তম বর্ষে তাদের পুজোর থিম ‘হারায়ে খুঁজি’! একটা সময় ছিল, যখন সব কিছু কেনাবেচার প্রধান স্থান ছিল হাট। যে হাট সপ্তাহের নির্দিষ্ট দিনে বসত। মাছ, আনাজ থেকে শুরু করে শস্য, পোশাক, তৈজস – এমনকি গৃহপালিত পশুপাখিও এই সমস্ত হাটে বিক্রি করা হত। কিন্তু, এখন সেই হাট হারিয়ে যেতে বসেছে। সেই হাটবাজারের খোঁজ মিলবে দমদম পার্ক সর্বজনীনের পুজোয়। ছবি: রাজীব বসু
আরও পড়ুন
ষষ্ঠীতে স্বস্তি, সপ্তমীতেও বৃষ্টি নেই কলকাতায়! পুজোর বাকি দিনগুলোয় কী হবে?