Homeখবরকলকাতানাম বদল মেট্রোরেলের অ্যাপে, ‘মেট্রো রাইড কলকাতা’ থেকে এখন ‘আমার কলকাতা মেট্রো’,...

নাম বদল মেট্রোরেলের অ্যাপে, ‘মেট্রো রাইড কলকাতা’ থেকে এখন ‘আমার কলকাতা মেট্রো’, বিভ্রান্ত যাত্রীরা

প্রকাশিত

হঠাৎ করেই বদলে গেল কলকাতা মেট্রো রেলের অফিসিয়াল মোবাইল অ্যাপের নাম। এতদিন যেটি ‘মেট্রো রাইড কলকাতা’ নামে পরিচিত ছিল, এখন সেটির নাম রাখা হয়েছে ‘আমার কলকাতা মেট্রো’। তবে এই আকস্মিক পরিবর্তন ঘিরে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল বিভ্রান্তি।

বর্তমানে বহু যাত্রী মেট্রো অ্যাপ ব্যবহার করে স্মার্ট কার্ড রিচার্জ, টিকিট কাটা, লাইভ ট্র্যাকিংসহ নানা পরিষেবা গ্রহণ করেন। তাই নাম বদলের পরে অনেকেই অ্যাপটি খুঁজে পাচ্ছেন না, আবার যাঁরা আগের অ্যাপ ব্যবহার করতেন, তাঁদের ফোনে নয়া সংস্করণ আপডেট না হওয়ায় সমস্যায় পড়ছেন।

বিশেষত, অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটির নতুন সংস্করণ (আমার কলকাতা মেট্রো) দেখা গেলেও আইফোন ব্যবহারকারীদের অ্যাপ স্টোরে এখনও তা দেখা যাচ্ছে না। ফলে আইওএস ইউজারদের মধ্যে অসন্তোষ বেড়েছে।

পরিসংখ্যান বলছে, ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ১২ লক্ষ ৩০ হাজার, আর আইফোন ব্যবহারকারী ছিলেন ৭৬ হাজার। এত বিপুল সংখ্যক যাত্রী ব্যবহার করেন এই অ্যাপ। তাই নাম বদলের পর যথাযথ ঘোষণা বা নোটিফিকেশন না থাকায় অনেকেই মনে করছেন, অ্যাপটি হয়তো বন্ধ হয়ে গিয়েছে বা মুছে ফেলেছেন ভুল করে।

যাত্রীদের প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ পরিবর্তনের আগে কেন আগাম জানানো হয়নি? অ্যাপের ভিতরে বা মেট্রোর ওয়েবসাইটে কেন স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি?

এই বিভ্রান্তির মাঝে এখন মেট্রো কর্তৃপক্ষের তরফে কী ব্যাখ্যা বা স্পষ্টীকরণ আসে, সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুন: মুম্বই মেট্রোর ১০৮টি কোচ তৈরির বরাত পেল টিটাগড় রেল সিস্টেমস, প্রকল্পের অঙ্ক ১৫৯৮ কোটি!

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।