Homeখবরকলকাতাকলকাতা মেট্রোতে প্রতিদিন দেরি, যাত্রীদের ভোগান্তি চরমে! কারণ কী এটা?

কলকাতা মেট্রোতে প্রতিদিন দেরি, যাত্রীদের ভোগান্তি চরমে! কারণ কী এটা?

প্রকাশিত

প্রতিদিনের ভোগান্তি: কেন দেরি হচ্ছে মেট্রো?

রোজ সকালে অফিসযাত্রীদের জন্য মেট্রো যেন দুঃস্বপ্ন। ব্লু লাইনে রেক ঘোরাতে লাগছে অতিরিক্ত সময়, ফলে প্রতিদিনই ট্রেন দেরিতে চলছে। সূত্রের খবর, আগের নিয়মে রেকের দুই প্রান্তে থাকা লোকো পাইলটই ট্রেন চালাতে পারতেন। কিন্তু বর্তমানে গার্ড হিসেবে যিনি থাকছেন, তিনি সহকারী লোকো পাইলট হলেও সুড়ঙ্গের মধ্যে ট্রেন চালাচ্ছেন না।

ফলে রিভার্সেবল পয়েন্টে আট কোচের গাড়ির মধ্যে লাইন বদলের সময় লোকো পাইলটকেই উভয় প্রান্তে গিয়ে চালাতে হচ্ছে। এই অতিরিক্ত সময়ের জন্যই যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।

কর্মী সংকট: কতটা গুরুতর পরিস্থিতি?

মোটরম্যানের অভাব

  • বর্তমানে ২৪৭টি মোটরম্যানের পদ খালি
  • দক্ষ মোটরম্যানের অভাবে বারবার শিডিউল ভেঙে পড়ছে।

ট্র্যাকম্যানের অভাব

  • ব্লু লাইনে দরকার ১০৪ জন ট্র্যাকম্যান, আছেন মাত্র ৮৪ জন
  • এই কর্মীদের দিয়েই সব সেকশনের কাজ চালাতে হচ্ছে—অরেঞ্জ, গ্রিন, ইয়েলো, পার্পেল লাইনেও।

অপারেটিং বিভাগে সঙ্কট

  • প্রয়োজন ১৪০০ কর্মী, বাস্তবে আছেন মাত্র ৭৫০ জন
  • ফলে কাজের চাপ দ্বিগুণ হয়ে যাচ্ছে বিদ্যমান কর্মীদের উপর।

২০১২ সালের পর থেকে সরাসরি নিয়োগ বন্ধ

মেট্রো রেলওয়ে মেনস ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানিয়েছেন,

“২০১২ সালের পর থেকে সরাসরি মেট্রো রেলে মোটরম্যান নিয়োগ হচ্ছে না। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল থেকে পাঠানো সহকারী লোকো পাইলটদের দিয়েই চালাতে হচ্ছে মেট্রো। কিন্তু তাঁদের অনেকে সুড়ঙ্গ ট্রেন চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত নন।”

ফলে নতুন নিয়োগ না হওয়ায় দক্ষ কর্মীর অভাব প্রকট হয়ে উঠছে।

নতুন লাইন বাড়ছে, কর্মী বাড়ছে না

প্রগতিশীল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভাশিস সেনগুপ্ত বলেন,

“এত নতুন লাইন চালু হচ্ছে, যাত্রীদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই অনুপাতে কর্মী ও আধিকারিক নিয়োগ করা হচ্ছে না। যারা আছেন তাদের উপর অতিরিক্ত চাপ পড়ছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মেট্রো।”

যাত্রীদের দুর্ভোগ কোথায় গিয়ে দাঁড়িয়েছে?

  • প্রতিদিন অফিস টাইমে দেরি।
  • ট্রেন কম থাকায় চড়ছে যাত্রীদের ভিড়।
  • রেক ঘোরাতে অতিরিক্ত সময় লাগছে।
  • যাত্রীদের অভিযোগ, সমস্যা সমাধানে কর্তৃপক্ষ নিশ্চুপ।

সমাধানের পথ কী?

বিশেষজ্ঞদের মতে—

  • দ্রুত সরাসরি মোটরম্যান নিয়োগ করতে হবে।
  • ব্লু লাইন সহ নতুন লাইনগুলির জন্য আলাদা করে ট্র্যাকম্যান ও অপারেটিং কর্মী নিয়োগ জরুরি।
  • সহকারী লোকো পাইলটদের বিশেষ প্রশিক্ষণ দিতে হবে সুড়ঙ্গ রুটে ট্রেন চালানোর জন্য।
  • কর্মীদের উপর চাপ কমাতে নতুন পদ সৃষ্টি ও দ্রুত নিয়োগ দরকার।

কলকাতার লাইফলাইন বলা হয় মেট্রোকে। অথচ প্রতিদিনের দেরি, কর্মী সংকট ও যাত্রীদের চরম ভোগান্তি এখন নিয়মিত খবরের শিরোনাম। দ্রুত নিয়োগ ও আধুনিক অপারেশনাল ব্যবস্থার মাধ্যমে সমস্যা সমাধান না হলে, শহরের এই গুরুত্বপূর্ণ পরিবহণ ব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়বে—এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর সংকলন

‘স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব’ সংকলনে আঠারোটি প্রবন্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছে স্বাধীনোত্তর বাংলার সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগৎ। সম্পাদনায় ড. রামেন্দ্র দাস।

আরও পড়ুন

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।