খবর অনলাইনডেস্ক: ফের কলকাতা মেট্রোয় বিভ্রাট। দমদম থেকে কবি সুভাষ লাইনে পরিষেবা বন্ধ হয়ে যায়। এর ফলে শোভাবাজার স্টেশনেই নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। শুধু ট্রেন থেকে নামানো নয়, মেট্রো স্টেশন থেকেই সকলকে বেরিয়ে যেতে বলা হয়। স্টেশনের বোর্ডে লিখে দেওয়া হয়েছে ‘পরিষেবা বন্ধ’।
সকাল সকাল স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের ভিড় ছিল মেট্রোতে। যাত্রীরা অসুবিধায় পড়েছেন। কী কারণে এই সমস্যা, তা এখনও স্পষ্ট নয়। তবে ইদানীংকালে সমস্যা দেখা দিলে তা নিয়ে খুব একটা কিছু বলতেও দেখা যায় না মেট্রো কর্তৃপক্ষকে।
শনিবার সকাল ৭টা ৫ নাগাদ দমদম থেকে যে মেট্রোটি ছেড়েছিল, তা শোভাবাজার পর্যন্ত গিয়ে থেমে যায়। মেট্রোর মধ্যে এবং স্টেশনে ঘোষণা করে দেওয়া হয়, আপাতত পরিষেবা বন্ধ করা হচ্ছে। যাত্রীদের ট্রেন থেকে নেমে যেতে বলা হয়। শুধু ট্রেন থেকে নয়, মেট্রো স্টেশন ছেড়েই বেরিয়ে যেতে বলা হয় যাত্রীদের।
এর পর অন্যান্য স্টেশনেও পরিষেবা বন্ধ বলে ডিস্প্লে দিয়ে দেওয়া হয়। চূড়ান্ত সমস্যায় পড়েন যাত্রীরা। ফলে অনেকেই বাস, ট্যাক্সি বা অন্য কোনো বিকল্প পরিবহণের বন্দোবস্ত করতে বাধ্য হয়েছেন।
শুক্রবারও মেট্রোয় সমস্যা হয়েছিল বলে অভিযোগ কিছু যাত্রীর। দুপুরের দিকে প্রতি স্টেশনে মেট্রো দেরি করে ঢুকছিল বলে জানিয়েছেন তাঁরা। কিন্তু যথারীতি কর্তৃপক্ষের তরফে কোনো কারণ জানানো হয়নি। শনিবার সকাল সকালই মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটল। এ ব্যাপারেও এখনও পর্যন্ত কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি।