খবর অনলাইনডেস্ক: ফের নিম্নচাপের ভ্রূকুটি দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সাগরের দক্ষিণাংশে। এটি শক্তি বাড়িয়ে অন্তত গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমনকি সেটি ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে।
তবে নিম্নচাপটির সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। কারণ মনে করা হচ্ছে, এটি শক্তি বাড়িয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে। ফলে তামিলনাড়ুতে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদিও এর পরোক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
সামনের সপ্তাহের বৃহস্পতি-শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই নিম্নচাপটিই মেঘ ঢোকাবে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে। সেই কারণেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে।
এ দিকে, দক্ষিণবঙ্গে শীত শীত অনুভূতিতে স্থিতাবস্তা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রাটি স্বাভাবিকের থেকে হাফ ডিগ্রি সেলসিয়াস মতো বেশি। গত কয়েক দিন ধরেই কলকাতার পারদ ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। এই পরিস্থিতিতে এ দিনও কোনো বদল হয়নি।
এ দিন সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বোলপুরে, ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে দক্ষিণবঙ্গের অন্যত্র, বিশেষত পশ্চিমাঞ্চলের বেশির ভাগ জায়গায় তাপমাত্রা আগের দিনগুলির থেকে বেড়েছে। গত সপ্তাহে যেখানে তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল, সেখানে এখন ১৬-১৭ ডিগ্রিতে উঠে গিয়েছে।
তবে তাপমাত্রা বাড়লেও, এর থেকে বেশি বাড়ার সম্ভাবনা এখন আর নেই। তবে সামনের সপ্তাহে কাঙ্ক্ষিত বৃষ্টি হওয়ার পরে তাপমাত্রা নতুন করে কমতে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে।