Home খবর দেশ উত্তরাখণ্ডের চামোলিতে মেঘভাঙা বৃষ্টিতে হরপা বান, ধসে চাপা পড়ে এক কিশোরীর মৃত্যু,...

উত্তরাখণ্ডের চামোলিতে মেঘভাঙা বৃষ্টিতে হরপা বান, ধসে চাপা পড়ে এক কিশোরীর মৃত্যু, চাপা পড়ে অনেকে

Uttarakhand cloudburst
ছবি এক্স থেকে নেওয়া

উত্তরাখণ্ডে ফের প্রকৃতির তাণ্ডব। চামোলি জেলার থারালি তহসিলে শুক্রবার গভীর রাতে মেঘভাঙায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত প্রায় দু’টো নাগাদ হওয়া এই বিপর্যয়ে ধস নেমে কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। ধসে চাপা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে, পাশাপাশি এক ব্যক্তি নিখোঁজ।

চামোলির জেলা শাসক সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, সাগওড়া গ্রামে ধসে একটি বাড়ির উপর ভেঙে পড়া মাটি–পাথরে চাপা পড়ে কিশোরীটির মৃত্যু হয়। চেপডো গ্রামে এক ব্যক্তি এখনও নিখোঁজ। শুধু থারালিতেই প্রায় ৩০–৪০টি বাড়ির ভেতর ধসের মাটি ঢুকে পড়েছে। সমান সংখ্যক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে চেপডোতেও। জেলা শাসকের কথায়, “ক্ষয়ক্ষতি অনেক বড় হতে পারে।”

মেঘভাঙার জেরে থারালি-সাগওড়া মোটর রোড এবং ডুংরি মোটর রোড বন্ধ হয়ে যায়। শনিবার সকালে থারালি প্রশাসনিক দফতরের চত্বরে, চেপডো বাজার, কোটদ্বীপ বাজার এবং একাধিক বাড়ির ভেতরে প্রায় দুই ফুট ধসের মাটি জমে যায়। টুনরি গাদেরা ঝরনার জল উপচে পড়ে আশপাশের ঘরবাড়ি ও গাড়ি মাটি–বালির নিচে চাপা পড়ে।

প্রশাসনের তরফে এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে নামানো হয়েছে। শ্রমিক এবং জেসিবি মেশিন ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। গওচার থেকে রাজ্য বিপর্যয় মোকাবিলা (এসডিআরএফ) দলকে নামানোর জন্য রাজ্য সরকারের কাছে হেলিকপ্টারের অনুরোধও করা হয়েছে।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, তিনি পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রাখছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সাহায্য ও ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

এরই মধ্যে আবহাওয়া দফতর রাজ্যে কমলা সতর্কতা জারি করেছে। দেহরাদূন, তেহরি, পাউরি, উত্তরকাশি, চামোলি, রুদ্রপ্রয়াগ, নৈনিতাল, আলমোড়া, উদম সিং নগর-সহ একাধিক জেলায় প্রবল বর্ষণ, বজ্রবিদ্যুৎ ও ধস নামার সম্ভাবনার পূর্বাভাস দেওয়া হয়েছে। পিথোরাগড়ে ভূমিধসের আশঙ্কায় মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে, স্কুল বন্ধ রাখার নির্দেশও জারি হয়েছে।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই উত্তরকাশিতে মেঘভাঙায় ভয়াবহ বন্যা হয়েছিল। সেখানেও বহু মানুষ প্রাণ হারান, শতাধিক মানুষের খোঁজে অভিযান চালাতে হয়। চামোলির এই বিপর্যয় নতুন করে আতঙ্ক বাড়াল পাহাড়ি জনজীবনে।

আরও পড়ুন: কোন সাপে কেটেছে জানতে ‘র‌্যাপিড কিট, গবেষণায় স্বাস্থ্যদফতর–কল্যাণী এইমস

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version