গঙ্গার তলদেশ দিয়ে চলা মেট্রো পরিষেবা ফের ব্যাহত হতে চলেছে। চলতি মাসের শেষ রবিবার ও আগামী মাসের প্রথম রবিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো চলাচল করবে না। আগামীকাল রবিবার এবং ৬ এপ্রিল নদীর তলার রুট বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
ইস্ট-ওয়েস্ট রুটে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) ব্যবস্থা চালুর জন্য রেল কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। বর্তমানে গ্রিন লাইনের দুই অংশের সিগন্যাল ব্যবস্থা তুলে অভিন্ন নতুন প্রযুক্তি বসিয়ে ট্রায়াল চলছে। শনিবার রাতে যাত্রী পরিষেবার পর কাজ হবে এবং রবিবার সারাদিন ধরে ট্রায়াল চলবে। শেষে গভীর রাতে পুরোনো সিগন্যালিং ব্যবস্থা পুনর্বহাল করা হবে, যাতে সোমবার থেকে যাত্রী পরিষেবা স্বাভাবিক হয়।
অন্যদিকে, কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ করিডোরে পরিষেবার উন্নতিতে নতুন দুটি চিনা রেক চালু করা হয়েছে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে শুক্রবার থেকে এই নতুন রেকগুলি চলাচল করছে। ইতিমধ্যেই তিনটি ডালিয়ান রেক যাত্রী পরিষেবা দিচ্ছে। সবমিলিয়ে পাঁচটি চিনা রেক পেল দেশের প্রথম মেট্রো রুট। মেট্রো কর্তৃপক্ষের মতে, মেধা ও বিএইচইএল রেকের সঙ্গে এই চিনা রেকের সংযোজন যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে সহায়ক হবে।