সোমবার সপ্তাহের শুরুতেই বড়সড় ভোগান্তিতে পড়েছিলেন কলকাতা মেট্রো যাত্রীরা। সকাল থেকে টানা বৃষ্টির জেরে সেন্ট্রাল এবং চাঁদনি চকের মাঝে মেট্রো টানেলে জল জমে যায়। তার জেরে বাধা পড়ে পরিষেবায়।
মহাত্মা গান্ধী রোড থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল বেশ কয়েক ঘণ্টা। আপ এবং ডাউন দুই লাইনে একাধিক ট্রেন মাঝপথে আটকে পড়ে। ফলে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই বেলগাছিয়ায় লাইনে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হয়। এর ফলে ফের ব্যাহত হয় পরিষেবা।
কী হয়েছিল?
সূত্রের খবর, সেন্ট্রাল এবং চাঁদনি চকের মাঝের সুড়ঙ্গেই জল জমে গিয়েছিল বেশি। জলস্তর বেশি থাকায় আপ লাইনে ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। ঘটনায় হতবাক মেট্রো আধিকারিকরাও। দ্রুত পরিস্থিতি সামাল দিতে শুরু হয় জল সেচের কাজ।
কীভাবে স্বাভাবিক হল পরিষেবা?
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, দ্রুত কর্মী এবং ইঞ্জিনিয়ারদের দল পাঠিয়ে টানেল থেকে জল বের করার কাজ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়। সুরক্ষা পরীক্ষা শেষে ধাপে ধাপে চালু করা হয় মেট্রো চলাচল।
আত্মহত্যার চেষ্টা
ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বরের মতো বাকি অংশের মতোই মহাত্মা গান্ধী রোড থেকে পার্ক স্ট্রিট পর্যন্তও মেট্রো চলাচল স্বাভাবিক হয়। তবে ভিড়ের চাপে দরজা বারবার বন্ধ হতে গিয়ে আটকে যায়।
সকাল ১১টা নাগাদ বেলগাছিয়া মেট্রো স্টেশনে এক ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার ফলে ফের ব্যাহত হয় পরিষেবা।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হবে। একইসঙ্গে জরুরি ভিত্তিতে টানেলে জল ঢোকার কারণও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণ, চলবে সারা সপ্তাহ! বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জের