Homeখবরকলকাতাটানেলে জল জমার কারণে বিঘ্নিত মেট্রো পরিষেবা, স্বাভাবিক হতেই আত্মহত্যার চেষ্টা বেলগাছিয়ায়

টানেলে জল জমার কারণে বিঘ্নিত মেট্রো পরিষেবা, স্বাভাবিক হতেই আত্মহত্যার চেষ্টা বেলগাছিয়ায়

প্রকাশিত

সোমবার সপ্তাহের শুরুতেই বড়সড় ভোগান্তিতে পড়েছিলেন কলকাতা মেট্রো যাত্রীরা। সকাল থেকে টানা বৃষ্টির জেরে সেন্ট্রাল এবং চাঁদনি চকের মাঝে মেট্রো টানেলে জল জমে যায়। তার জেরে বাধা পড়ে পরিষেবায়।

মহাত্মা গান্ধী রোড থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল বেশ কয়েক ঘণ্টা। আপ এবং ডাউন দুই লাইনে একাধিক ট্রেন মাঝপথে আটকে পড়ে। ফলে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই বেলগাছিয়ায় লাইনে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হয়। এর ফলে ফের ব্যাহত হয় পরিষেবা।

কী হয়েছিল?

সূত্রের খবর, সেন্ট্রাল এবং চাঁদনি চকের মাঝের সুড়ঙ্গেই জল জমে গিয়েছিল বেশি। জলস্তর বেশি থাকায় আপ লাইনে ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। ঘটনায় হতবাক মেট্রো আধিকারিকরাও। দ্রুত পরিস্থিতি সামাল দিতে শুরু হয় জল সেচের কাজ।

কীভাবে স্বাভাবিক হল পরিষেবা?

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, দ্রুত কর্মী এবং ইঞ্জিনিয়ারদের দল পাঠিয়ে টানেল থেকে জল বের করার কাজ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়। সুরক্ষা পরীক্ষা শেষে ধাপে ধাপে চালু করা হয় মেট্রো চলাচল।

আত্মহত্যার চেষ্টা

ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বরের মতো বাকি অংশের মতোই মহাত্মা গান্ধী রোড থেকে পার্ক স্ট্রিট পর্যন্তও মেট্রো চলাচল স্বাভাবিক হয়। তবে ভিড়ের চাপে দরজা বারবার বন্ধ হতে গিয়ে আটকে যায়।

সকাল ১১টা নাগাদ বেলগাছিয়া মেট্রো স্টেশনে এক ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার ফলে ফের ব্যাহত হয় পরিষেবা।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হবে। একইসঙ্গে জরুরি ভিত্তিতে টানেলে জল ঢোকার কারণও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণ, চলবে সারা সপ্তাহ! বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জের

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।