Homeখবরকলকাতাপুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০...

পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর

পুজোর আগে বড় ঘোষণা কলকাতা মেট্রোর। সস্তা হচ্ছে স্মার্ট কার্ড, বৈধতা এক বছরের বদলে হবে ১০ বছর। জেনে নিন নতুন নিয়ম।

প্রকাশিত

পুজোর আগেই শহরবাসীর জন্য সুখবর দিল কলকাতা মেট্রো। যাত্রীদের সুবিধার্থে স্মার্ট কার্ডে আনা হচ্ছে বড় পরিবর্তন। এবার থেকে কার্ড কিনতে বা রিচার্জ করতে খরচ হবে আরও কম, আর বৈধতাও বাড়বে ১০ বছর পর্যন্ত। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম।

বুধবার মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার যাত্রী স্মার্ট কার্ড কিনেছেন। এবার নয়া কাঠামোয় তা আরও সুলভ হওয়ায় কার্ড কেনার হিড়িক পড়বে বলেই আশাবাদী কর্তৃপক্ষ। উৎসবের মরশুমে যাত্রীরা যাতে আরও সুবিধা পান, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত।

এক নজরে দেখে নিন স্মার্ট কার্ডে কী কী বদল আসছে:

  1. স্মার্ট কার্ড কেনার সময় ‘সিকিউরিটি ডিপোজিট’ কমে দাঁড়াল ৫০ টাকা (আগে ছিল ৮০ টাকা)।
  2. ন্যূনতম খরচে মিলবে কার্ড—এবার মাত্র ১০০ টাকা (আগে ছিল ১৫০ টাকা)।
  3. কার্ডের বৈধতা ১ বছর থেকে বেড়ে ১০ বছর হবে। পুরনো কার্ড রিচার্জ করলে তাতেও মিলবে নতুন সুবিধা।
  4. কার্ড কেনার দিন থেকে নয়, প্রথম ব্যবহার করার দিন থেকে বৈধতা শুরু হবে।
  5. স্মার্ট কার্ডে রিচার্জ করলে ৫% অতিরিক্ত টাকা পাওয়া যাবে।
  6. শুধু কাউন্টার নয়, এবার থেকে ASCRM মেশিন ও অনলাইনে রিচার্জ করা যাবে।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, পুজোয় শহর ঘোরা ও ভিড় এড়াতে পাতালপথে যাতায়াতের প্রবণতা বাড়বে। ফলে সস্তা স্মার্ট কার্ডের সুবিধা আরও বেশি যাত্রীকে আকৃষ্ট করবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

বড় বাজেটের ঝলমলে পুজোর মাঝেও অনন্য উদ্যোগ। কলকাতার এক স্কুলের বাচ্চাদের দুর্গাপুজোয় এভারেডির তৈরি ব্যাটারিচালিত ‘আল্টিমা বাহন’।

পূর্ব ভারতে পদার্পণ, কলকাতায় আঞ্চলিক দফতর খুলল গ্যালাক্সি হেলথ ইন্স্যুরেন্স

গ্যালাক্সি হেলথ ইন্স্যুরেন্স এবার পূর্ব ভারতের বাজারে। কলকাতায় আঞ্চলিক দফতর চালু করে ২০২৬ সালের মধ্যে ৫ হাজার গ্রাহক ও ১ হাজার এজেন্ট গড়ার লক্ষ্য।

সুদূর মেলবোর্নে দেবীপক্ষের নবযুগ! দুর্গাপুজোয় পৌরহিত্য করবেন মহিলা পুরোহিত

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এবছর দুর্গাপুজোয় অভাবনীয় ঘটনা। শতাব্দী প্রাচীন রীতি ভেঙে প্রথমবার পৌরহিত্য করবেন এক মহিলা পুরোহিত, ডক্টর মধুমতী চট্টোপাধ্যায়।

টানা বৃষ্টির পর রোদ উঠল কলকাতায়, তবে বৃষ্টির সতর্কতা থাকছেই

কলকাতায় টানা বৃষ্টির পর বুধবার সকালে রোদ দেখা গেলেও আবহাওয়া দফতর জানিয়েছে, আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

বড় বাজেটের ঝলমলে পুজোর মাঝেও অনন্য উদ্যোগ। কলকাতার এক স্কুলের বাচ্চাদের দুর্গাপুজোয় এভারেডির তৈরি ব্যাটারিচালিত ‘আল্টিমা বাহন’।

রাতভর রেকর্ড বৃষ্টিতে অচল কলকাতা! ৭ জনের মৃত্যু, জলমগ্ন হাসপাতাল থেকে রেললাইন, কী বলছে হাওয়া অফিস?

রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। বহু এলাকা জলমগ্ন, রেল-রাস্তায় পরিষেবা ব্যাহত। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৭ জনের। পুজোর আগে আশঙ্কা আরও বাড়ল।

২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন অমিত শাহ, তিনটি দুর্গাপুজো উদ্বোধনের সম্ভাবনা

২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধাননগরের ইজ়েডসিসি-সহ উত্তর ও দক্ষিণ কলকাতার তিনটি দুর্গাপুজোর উদ্বোধন করতে পারেন তিনি। ২০২১-এর আগে মোদী ও ২০২৩-এ শাহ করেছিলেন পুজো উদ্বোধন।