পুজোর আগেই শহরবাসীর জন্য সুখবর দিল কলকাতা মেট্রো। যাত্রীদের সুবিধার্থে স্মার্ট কার্ডে আনা হচ্ছে বড় পরিবর্তন। এবার থেকে কার্ড কিনতে বা রিচার্জ করতে খরচ হবে আরও কম, আর বৈধতাও বাড়বে ১০ বছর পর্যন্ত। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম।
বুধবার মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার যাত্রী স্মার্ট কার্ড কিনেছেন। এবার নয়া কাঠামোয় তা আরও সুলভ হওয়ায় কার্ড কেনার হিড়িক পড়বে বলেই আশাবাদী কর্তৃপক্ষ। উৎসবের মরশুমে যাত্রীরা যাতে আরও সুবিধা পান, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত।
এক নজরে দেখে নিন স্মার্ট কার্ডে কী কী বদল আসছে:
- স্মার্ট কার্ড কেনার সময় ‘সিকিউরিটি ডিপোজিট’ কমে দাঁড়াল ৫০ টাকা (আগে ছিল ৮০ টাকা)।
- ন্যূনতম খরচে মিলবে কার্ড—এবার মাত্র ১০০ টাকা (আগে ছিল ১৫০ টাকা)।
- কার্ডের বৈধতা ১ বছর থেকে বেড়ে ১০ বছর হবে। পুরনো কার্ড রিচার্জ করলে তাতেও মিলবে নতুন সুবিধা।
- কার্ড কেনার দিন থেকে নয়, প্রথম ব্যবহার করার দিন থেকে বৈধতা শুরু হবে।
- স্মার্ট কার্ডে রিচার্জ করলে ৫% অতিরিক্ত টাকা পাওয়া যাবে।
- শুধু কাউন্টার নয়, এবার থেকে ASCRM মেশিন ও অনলাইনে রিচার্জ করা যাবে।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, পুজোয় শহর ঘোরা ও ভিড় এড়াতে পাতালপথে যাতায়াতের প্রবণতা বাড়বে। ফলে সস্তা স্মার্ট কার্ডের সুবিধা আরও বেশি যাত্রীকে আকৃষ্ট করবে।