এই পুজোয় কলকাতার বুকে দেখা যাবে এক অভিনব পরিবেশবান্ধব উদ্যোগ। সোমবার সাংবাদিক বৈঠক করে মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করলেন, টালা প্রত্যয়ের যৌথ উদ্যোগে শহরে চালু হচ্ছে নতুন প্রযুক্তি ‘ইকোজেনিক’। এর মাধ্যমে দুর্গাপুজোর মণ্ডপ সংলগ্ন এলাকায় জমে থাকা কঠিন বর্জ্যকে সরাসরি রূপান্তর করা হবে ব্যবহারযোগ্য জ্বালানি বা কাঠকয়লায়।
মেয়র জানিয়েছেন, আপাতত পাঁচ টন বর্জ্য নিয়ে পরীক্ষামূলক প্রকল্প শুরু করা হবে। এই প্রযুক্তির মাধ্যমে যেখানে যন্ত্রটি বসানো থাকবে, সেখানেই বর্জ্য প্রক্রিয়াকরণ সম্ভব হবে। ফলে আলাদা করে বর্জ্য পরিবহণের ঝক্কি থাকবে না।
ফিরহাদ হাকিম বলেন, “আপাতত পাঁচ টন বর্জ্য নিয়ে পাইলট প্রজেক্টটি শুরু হবে। সফল হলে ভবিষ্যতে হাইওয়ের ধারে ধারে এই যন্ত্র বসিয়ে আরও বড় পরিসরে ব্যবহার করা হবে। তৈরি কাঠকয়লা কাজে লাগানো যাবে তাপবিদ্যুৎ কেন্দ্র, ফার্নেস, সিমেন্ট কারখানা এবং নানা শিল্পক্ষেত্রে।”
তিনি আরও জানান, এই উদ্যোগ সফল হলে শুধু পুজো নয়, শহরের অন্যান্য ক্ষেত্রেও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিপ্লব ঘটতে পারে। কলকাতা পুরসভার এই পরিবেশবান্ধব পদক্ষেপের জন্য টালা প্রত্যয়কে ধন্যবাদ জানান মেয়র।
আরও পড়ুন: দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ