খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা রড্রিগুয়েজ। ভারতের নতুন ক্রিকেটনায়িকাকে সামনে রেখে এক অভিনব বার্তা দিল কলকাতা পুলিশ। রড্রিগুয়েজের সংযম ও শান্ত মনোভাবকে উদাহরণ হিসেবে তুলে ধরে কলকাতা ট্রাফিক পুলিশের বার্তা –“Keep calm, don’t rush and reach the destination safel. Just like our women reached the finals today.” – “শান্ত থাকুন, তাড়াহুড়ো করবেন না, নিরাপদে গন্তব্যে পৌঁছোন, যেমন আমাদের মেয়েরা আজ ফাইনালে পৌঁছেছে।”
কলকাতা পুলিশের এক উপ-কমিশনার (DCP) জানান, শহরের রাস্তায় নানা ধরনের অস্থিরতার ঘটনা ক্রমবর্ধমান। শুধু সাবধানে গাড়ি চালানোর আহ্বান নয়, এই বার্তাটি ওই সব ঘটনাগুলোকেও লক্ষ্য করে দেওয়া হয়েছে। তিনি বলেন, “শহর এখন একরকম শর্ট ফিউজে আছে। অপ্রয়োজনে হর্ন বাজানো, সামান্য ধাক্কাধাক্কিতে ঝগড়া—এ সব মারাত্মক রূপ নিচ্ছে। এমনকি, সম্প্রতি কিছু ঘটনায় দেখা গেছে, গাড়িতে থাকা মহিলারাও আক্রান্ত হচ্ছেন।”
তিনি আরও বলেন, “রড্রিগুয়েজের কাহিনি আমাদের শেখায় কী ভাবে ধৈর্য ধরে লক্ষ্যপূরণের দিকে এগোতে হয়। যেমন হরমনপ্রীত কৌর দ্রুত রান তোলার চেষ্টায় আউট হয়ে গেলেও রড্রিগুয়েজ নিজেকে শান্ত রাখেন, ফোকাস হারাননি। এই সংযমই আমাদের সকলের শেখার বিষয়।”
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া স্মরণ করিয়ে দিয়েছেন, একসময় ভারতীয় নারী ক্রিকেটারদের নিয়ে কী ভাবে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ চলত। ২০১৭ সালের বিশ্বকাপ ফাইনালে হারার পরও দল কী ভাবে নিজেদের স্থির রেখেছিল, সেটাই তিনি তুলে ধরেন।
কলকাতা পুলিশের আইটি টিম জানিয়েছে, রড্রিগুয়েজ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। তাঁরা এই সুযোগে একটি ইতিবাচক বার্তা ছড়ানোর সিদ্ধান্ত নেন। “তাঁর সাক্ষাৎকারে যে শান্ত স্বভাব ও ইতিবাচকতা দেখা গেছে, সেটাই আমাদের প্রচারের মূল ভাবনা হয়ে ওঠে,” বলেন এক আইটি সদস্য।
উল্লেখ্য, ২০২৩ সালে ‘RRR’-এর অস্কার জয়ী গান ‘নাটু নাটু’ নিয়েও অনন্য ভাবে প্রচার চালিয়েছিল কলকাতা পুলিশ। আবার গত বছর ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন রোহিত শর্মার একটি সতর্কবাণী— ‘সরফরাজ খানকে হেলমেট পরতে বলার’ ঘটনাকেও তারা রসিক ভঙ্গিতে ব্যবহার করে নিরাপত্তাবার্তা দিয়েছিল।
এক যুগ্ম পুলিশ কমিশনার যেমনটি বলেছেন, “একটা মিম বা হালকা রসিকতাও অনেক সময় গুরুতর বার্তা সহজ ভাবে পৌঁছে দিতে পারে।”
আরও পড়ুন


