Homeখবরকলকাতাশান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

“তাঁর সাক্ষাৎকারে যে শান্ত স্বভাব ও ইতিবাচকতা দেখা গেছে, সেটাই আমাদের প্রচারের মূল ভাবনা হয়ে ওঠে,” বলেন এক আইটি সদস্য।

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা রড্রিগুয়েজ। ভারতের নতুন ক্রিকেটনায়িকাকে সামনে রেখে এক অভিনব বার্তা দিল কলকাতা পুলিশ। রড্রিগুয়েজের সংযম ও শান্ত মনোভাবকে উদাহরণ হিসেবে তুলে ধরে কলকাতা ট্রাফিক পুলিশের বার্তা –“Keep calm, don’t rush and reach the destination safel. Just like our women reached the finals today.” – “শান্ত থাকুন, তাড়াহুড়ো করবেন না, নিরাপদে গন্তব্যে পৌঁছোন, যেমন আমাদের মেয়েরা আজ ফাইনালে পৌঁছেছে।”

কলকাতা পুলিশের এক উপ-কমিশনার (DCP) জানান, শহরের রাস্তায় নানা ধরনের অস্থিরতার ঘটনা ক্রমবর্ধমান। শুধু সাবধানে গাড়ি চালানোর আহ্বান নয়, এই বার্তাটি ওই সব ঘটনাগুলোকেও লক্ষ্য করে দেওয়া হয়েছে। তিনি বলেন, “শহর এখন একরকম শর্ট ফিউজে আছে। অপ্রয়োজনে হর্ন বাজানো, সামান্য ধাক্কাধাক্কিতে ঝগড়া—এ সব মারাত্মক রূপ নিচ্ছে। এমনকি, সম্প্রতি কিছু ঘটনায় দেখা গেছে, গাড়িতে থাকা মহিলারাও আক্রান্ত হচ্ছেন।”

তিনি আরও বলেন, “রড্রিগুয়েজের কাহিনি আমাদের শেখায় কী ভাবে ধৈর্য ধরে লক্ষ্যপূরণের দিকে এগোতে হয়। যেমন হরমনপ্রীত কৌর দ্রুত রান তোলার চেষ্টায় আউট হয়ে গেলেও রড্রিগুয়েজ নিজেকে শান্ত রাখেন, ফোকাস হারাননি। এই সংযমই আমাদের সকলের শেখার বিষয়।”

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া স্মরণ করিয়ে দিয়েছেন, একসময় ভারতীয় নারী ক্রিকেটারদের নিয়ে কী ভাবে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ চলত। ২০১৭ সালের বিশ্বকাপ ফাইনালে হারার পরও দল কী ভাবে নিজেদের স্থির রেখেছিল, সেটাই তিনি তুলে ধরেন।

কলকাতা পুলিশের আইটি টিম জানিয়েছে, রড্রিগুয়েজ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। তাঁরা এই সুযোগে একটি ইতিবাচক বার্তা ছড়ানোর সিদ্ধান্ত নেন। “তাঁর সাক্ষাৎকারে যে শান্ত স্বভাব ও ইতিবাচকতা দেখা গেছে, সেটাই আমাদের প্রচারের মূল ভাবনা হয়ে ওঠে,” বলেন এক আইটি সদস্য।

উল্লেখ্য, ২০২৩ সালে ‘RRR’-এর অস্কার জয়ী গান ‘নাটু নাটু’ নিয়েও অনন্য ভাবে প্রচার চালিয়েছিল কলকাতা পুলিশ। আবার গত বছর ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন রোহিত শর্মার একটি সতর্কবাণী— ‘সরফরাজ খানকে হেলমেট পরতে বলার’ ঘটনাকেও তারা রসিক ভঙ্গিতে ব্যবহার করে নিরাপত্তাবার্তা দিয়েছিল।

এক যুগ্ম পুলিশ কমিশনার যেমনটি বলেছেন, “একটা মিম বা হালকা রসিকতাও অনেক সময় গুরুতর বার্তা সহজ ভাবে পৌঁছে দিতে পারে।”

আরও পড়ুন

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অতিরিক্ত লঙ্কা খাওয়ায় ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ঝাল খাবার খেতে ভালোবাসেন? সাবধান! নতুন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লঙ্কা খেলে পাকস্থলী, কোলোন ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে সীমিত পরিমাণে খেলে লঙ্কা শরীরের পক্ষে উপকারী।

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

আরও পড়ুন

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...