Homeখবরকলকাতাসপ্তাহের শুরুতেই কলকাতায় বৃষ্টি, মেট্রো বিভ্রাট আর যানজটে নাকাল শহরবাসী

সপ্তাহের শুরুতেই কলকাতায় বৃষ্টি, মেট্রো বিভ্রাট আর যানজটে নাকাল শহরবাসী

প্রকাশিত

সপ্তাহের প্রথম দিনেই দুর্ভোগে কলকাতাবাসী। সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গা জলমগ্ন। তার সঙ্গে দোসর মেট্রো বিভ্রাট। ফলে শহরের রাস্তায় চরম যানজট। অফিসযাত্রীরা কার্যত নাকাল।

সকাল পৌনে ৯টা নাগাদ হঠাৎই মেট্রোর লাইনে জল জমে যায় চাঁদনি চক এবং সেন্ট্রাল স্টেশনের মাঝে। ফলে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। প্রায় দু’ঘণ্টা ধরে ভাঙা পথে ট্রেন চলেছে শুধু ময়দান থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত।

এর জেরে বহু যাত্রী মাঝপথেই নেমে পড়েন। কেউ বাস ধরতে, কেউ ক্যাব খুঁজতে ছোটেন। ফলে রাস্তা জুড়ে তৈরি হয় যানজট। বাস, অটোয় ঠাসাঠাসি ভিড়। এমনকি ট্রেন-বাসের পাশাপাশি অ্যাপ ক্যাবগুলিও ভাড়া বাড়িয়ে দেয় বলে অভিযোগ যাত্রীদের।

শহরের কোথায় কোথায় জলজট?

ট্রাফিক বিভাগের সূত্র অনুযায়ী, সোমবার সকাল থেকেই জল জমে পড়ে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়।
প্রধান এলাকাগুলি:

  • সেন্ট্রাল অ্যাভিনিউ
  • মহাত্মা গান্ধী রোড
  • বিবেকানন্দ রোড
  • বিধান সরণি
  • বিবি গাঙ্গুলি স্ট্রিট

বিশেষত শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে যানজট চরমে ওঠে। কিছু গাড়ি ঘুরিয়ে দিতে হয়।

ফের মেট্রো বিভ্রাট

প্রথমবারের বিভ্রাট কাটিয়ে সকাল ১১টা নাগাদ ফের চালু হয় মেট্রো পরিষেবা। কিন্তু স্বস্তি বেশি সময় স্থায়ী হয়নি। বেলগাছিয়া স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করায় আবারও থমকে যায় পাতাল পরিষেবা।

পুরসভার বক্তব্য

কলকাতার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহ বলেন, ‘‘বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু কোথাও জল জমে থাকার খবর এখনও পর্যন্ত আমাদের কাছে নেই। তবে গাড়ির কাচ ঝাপসা হয়ে যাওয়ার কারণেও যান চলাচলে সমস্যা হতে পারে।’’

পুরসভার তরফে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। কোথাও জল জমার কারণে সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বৃষ্টি ও মেট্রো বিভ্রাট মিলিয়ে সপ্তাহের প্রথম কাজের দিনেই কার্যত নাকাল কলকাতা। দুপুর গড়িয়ে গেলেও বহু এলাকায় এখনও যানজট রয়েছে।

আরও পড়ুন: টানেলে জল জমার কারণে বিঘ্নিত মেট্রো পরিষেবা, স্বাভাবিক হতেই আত্মহত্যার চেষ্টা বেলগাছিয়ায়

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।