Homeখবরকলকাতাবৃষ্টিতে রেকর্ড! গত ৮ বছরে জুলাই মাসে এত বৃষ্টি হয়নি কলকাতায়

বৃষ্টিতে রেকর্ড! গত ৮ বছরে জুলাই মাসে এত বৃষ্টি হয়নি কলকাতায়

প্রকাশিত

এই জুলাইয়ে রীতিমতো রেকর্ড গড়ল কলকাতা। মাস শেষ হতে এখনও দু’দিন বাকি, কিন্তু ইতিমধ্যেই শহরে বৃষ্টির অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে ৫৯৩ মিলিমিটারে! গত আট বছরে জুলাই মাসে এই পরিমাণ বৃষ্টি আর দেখা যায়নি।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ২০১৭ সালের জুলাইয়ে শহরে ৬২১.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যা ছিল গত দশ বছরের মধ্যে জুলাইয়ের সর্বাধিক। সেই হিসেবেই, ২০২৫ সালের জুলাই দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তুলনামূলক ভাবে, ২০২৪ সালের জুলাইয়ে বৃষ্টি হয়েছিল ৩২৮.১ মিমি এবং ২০২৩ সালে মাত্র ১৫৬.৭ মিমি।

আবহাওয়াবিদের মতে, “এই মাসে বর্ষার প্রবাহ খুবই সক্রিয় ছিল। মাত্র তিন দিন বৃষ্টি হয়নি, বাকি সব দিনই কমবেশি বৃষ্টি হয়েছে। চার দিন প্রবল বৃষ্টিও হয়েছে, যার জন্যই এই রেকর্ড তৈরি হয়েছে।”

চলতি মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ২৫ জুলাই, একদিনে ১১৬.৬ মিলিমিটার বৃষ্টি। গত ১০ বছরে জুলাই মাসে একদিনে এটিই দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত।

পরিসংখ্যান বলছে, জুলাই মাসে গড়ে ১৭.৭টি দিন বৃষ্টির সম্ভাবনা থাকে। কিন্তু এবার ২৬ দিনেই বৃষ্টি হয়েছে। এমনকি, জুন মাসেও শহর ভিজেছিল ২৪১.৫ মিলিমিটার বৃষ্টিতে। ফলে বর্ষা মরসুমে এখনও পর্যন্ত মোট বৃষ্টির পরিমাণ দাঁড়াল ৮৩৪.৫ মিমি, যা মৌসুমি গড় ১৩৪৫.৫ মিমির ৬২ শতাংশ।

এবছর ১৭ জুন কলকাতায় বর্ষা ঢুকেছিল, যা স্বাভাবিকের থেকে এক সপ্তাহ দেরিতে। যদিও সেদিনই একটি নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়েছিল।

কোন কারণে এত বৃষ্টি?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই জুলাই মাসে মোট ছটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়। এই ধরনের আবহাওয়াগত অবস্থানগুলিই বর্ষাকে সক্রিয় করে তোলে।

মঙ্গলবারও শহরে বৃষ্টি হয়েছে ৪৮.৭ মিমি, যার নেপথ্যে ছিল তিনটি সক্রিয় সিস্টেম— একটি ঘূর্ণাবর্ত, একটি মৌসুমি অক্ষরেখা এবং একটি উচ্চস্তরের বায়ুপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকালের মধ্যে আরও কিছু বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ঘনঘটা কমে আসবে।

আরও পড়ুন: বৃষ্টির দাপট অব্যাহত, দক্ষিণ ও উত্তরবঙ্গে নতুন করে সতর্কতা হাওয়া অফিসের, চলবে কত দিন?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।