Homeখবরকলকাতাবৃষ্টিতে রেকর্ড! গত ৮ বছরে জুলাই মাসে এত বৃষ্টি হয়নি কলকাতায়

বৃষ্টিতে রেকর্ড! গত ৮ বছরে জুলাই মাসে এত বৃষ্টি হয়নি কলকাতায়

প্রকাশিত

এই জুলাইয়ে রীতিমতো রেকর্ড গড়ল কলকাতা। মাস শেষ হতে এখনও দু’দিন বাকি, কিন্তু ইতিমধ্যেই শহরে বৃষ্টির অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে ৫৯৩ মিলিমিটারে! গত আট বছরে জুলাই মাসে এই পরিমাণ বৃষ্টি আর দেখা যায়নি।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ২০১৭ সালের জুলাইয়ে শহরে ৬২১.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যা ছিল গত দশ বছরের মধ্যে জুলাইয়ের সর্বাধিক। সেই হিসেবেই, ২০২৫ সালের জুলাই দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তুলনামূলক ভাবে, ২০২৪ সালের জুলাইয়ে বৃষ্টি হয়েছিল ৩২৮.১ মিমি এবং ২০২৩ সালে মাত্র ১৫৬.৭ মিমি।

আবহাওয়াবিদের মতে, “এই মাসে বর্ষার প্রবাহ খুবই সক্রিয় ছিল। মাত্র তিন দিন বৃষ্টি হয়নি, বাকি সব দিনই কমবেশি বৃষ্টি হয়েছে। চার দিন প্রবল বৃষ্টিও হয়েছে, যার জন্যই এই রেকর্ড তৈরি হয়েছে।”

চলতি মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ২৫ জুলাই, একদিনে ১১৬.৬ মিলিমিটার বৃষ্টি। গত ১০ বছরে জুলাই মাসে একদিনে এটিই দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত।

পরিসংখ্যান বলছে, জুলাই মাসে গড়ে ১৭.৭টি দিন বৃষ্টির সম্ভাবনা থাকে। কিন্তু এবার ২৬ দিনেই বৃষ্টি হয়েছে। এমনকি, জুন মাসেও শহর ভিজেছিল ২৪১.৫ মিলিমিটার বৃষ্টিতে। ফলে বর্ষা মরসুমে এখনও পর্যন্ত মোট বৃষ্টির পরিমাণ দাঁড়াল ৮৩৪.৫ মিমি, যা মৌসুমি গড় ১৩৪৫.৫ মিমির ৬২ শতাংশ।

এবছর ১৭ জুন কলকাতায় বর্ষা ঢুকেছিল, যা স্বাভাবিকের থেকে এক সপ্তাহ দেরিতে। যদিও সেদিনই একটি নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়েছিল।

কোন কারণে এত বৃষ্টি?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই জুলাই মাসে মোট ছটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়। এই ধরনের আবহাওয়াগত অবস্থানগুলিই বর্ষাকে সক্রিয় করে তোলে।

মঙ্গলবারও শহরে বৃষ্টি হয়েছে ৪৮.৭ মিমি, যার নেপথ্যে ছিল তিনটি সক্রিয় সিস্টেম— একটি ঘূর্ণাবর্ত, একটি মৌসুমি অক্ষরেখা এবং একটি উচ্চস্তরের বায়ুপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকালের মধ্যে আরও কিছু বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ঘনঘটা কমে আসবে।

আরও পড়ুন: বৃষ্টির দাপট অব্যাহত, দক্ষিণ ও উত্তরবঙ্গে নতুন করে সতর্কতা হাওয়া অফিসের, চলবে কত দিন?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: রবিবার ভারত-পাকিস্তান মুখোমুখি, দেখে নিন সুপার ফোরে বাকি ম্যাচগুলির দিনক্ষণ

খবর অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে কোন কোন দেশ সুপার...

এশিয়া কাপ: নিয়মরক্ষার ম্যাচে ভারতকে প্রায় ঘোল খাইয়ে ছাড়ল ওমান

ভারত: ১৮৮-৮ (সঞ্জু স্যামসন ৫৬, অভিষেক শর্মা ৩৮, মহম্মদ নাদিম ২-১৯, শাহ ফয়জল ২-২৩) ওমান:...

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

আরও পড়ুন

মহালয়ায় দ্বিগুণ মেট্রো পরিষেবা, সকালেই ট্রেন নামাচ্ছে কর্তৃপক্ষ

২১ সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়তি মেট্রো পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে ১৮২ ট্রেন, সকাল ৬.৫০ থেকে শুরু হবে যাত্রা।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।