এই জুলাইয়ে রীতিমতো রেকর্ড গড়ল কলকাতা। মাস শেষ হতে এখনও দু’দিন বাকি, কিন্তু ইতিমধ্যেই শহরে বৃষ্টির অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে ৫৯৩ মিলিমিটারে! গত আট বছরে জুলাই মাসে এই পরিমাণ বৃষ্টি আর দেখা যায়নি।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ২০১৭ সালের জুলাইয়ে শহরে ৬২১.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যা ছিল গত দশ বছরের মধ্যে জুলাইয়ের সর্বাধিক। সেই হিসেবেই, ২০২৫ সালের জুলাই দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তুলনামূলক ভাবে, ২০২৪ সালের জুলাইয়ে বৃষ্টি হয়েছিল ৩২৮.১ মিমি এবং ২০২৩ সালে মাত্র ১৫৬.৭ মিমি।
আবহাওয়াবিদের মতে, “এই মাসে বর্ষার প্রবাহ খুবই সক্রিয় ছিল। মাত্র তিন দিন বৃষ্টি হয়নি, বাকি সব দিনই কমবেশি বৃষ্টি হয়েছে। চার দিন প্রবল বৃষ্টিও হয়েছে, যার জন্যই এই রেকর্ড তৈরি হয়েছে।”
চলতি মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ২৫ জুলাই, একদিনে ১১৬.৬ মিলিমিটার বৃষ্টি। গত ১০ বছরে জুলাই মাসে একদিনে এটিই দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত।
পরিসংখ্যান বলছে, জুলাই মাসে গড়ে ১৭.৭টি দিন বৃষ্টির সম্ভাবনা থাকে। কিন্তু এবার ২৬ দিনেই বৃষ্টি হয়েছে। এমনকি, জুন মাসেও শহর ভিজেছিল ২৪১.৫ মিলিমিটার বৃষ্টিতে। ফলে বর্ষা মরসুমে এখনও পর্যন্ত মোট বৃষ্টির পরিমাণ দাঁড়াল ৮৩৪.৫ মিমি, যা মৌসুমি গড় ১৩৪৫.৫ মিমির ৬২ শতাংশ।
এবছর ১৭ জুন কলকাতায় বর্ষা ঢুকেছিল, যা স্বাভাবিকের থেকে এক সপ্তাহ দেরিতে। যদিও সেদিনই একটি নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়েছিল।
কোন কারণে এত বৃষ্টি?
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই জুলাই মাসে মোট ছটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়। এই ধরনের আবহাওয়াগত অবস্থানগুলিই বর্ষাকে সক্রিয় করে তোলে।
মঙ্গলবারও শহরে বৃষ্টি হয়েছে ৪৮.৭ মিমি, যার নেপথ্যে ছিল তিনটি সক্রিয় সিস্টেম— একটি ঘূর্ণাবর্ত, একটি মৌসুমি অক্ষরেখা এবং একটি উচ্চস্তরের বায়ুপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকালের মধ্যে আরও কিছু বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ঘনঘটা কমে আসবে।
আরও পড়ুন: বৃষ্টির দাপট অব্যাহত, দক্ষিণ ও উত্তরবঙ্গে নতুন করে সতর্কতা হাওয়া অফিসের, চলবে কত দিন?