Homeখবরকলকাতাবৃষ্টিতে রেকর্ড! গত ৮ বছরে জুলাই মাসে এত বৃষ্টি হয়নি কলকাতায়

বৃষ্টিতে রেকর্ড! গত ৮ বছরে জুলাই মাসে এত বৃষ্টি হয়নি কলকাতায়

প্রকাশিত

এই জুলাইয়ে রীতিমতো রেকর্ড গড়ল কলকাতা। মাস শেষ হতে এখনও দু’দিন বাকি, কিন্তু ইতিমধ্যেই শহরে বৃষ্টির অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে ৫৯৩ মিলিমিটারে! গত আট বছরে জুলাই মাসে এই পরিমাণ বৃষ্টি আর দেখা যায়নি।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ২০১৭ সালের জুলাইয়ে শহরে ৬২১.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যা ছিল গত দশ বছরের মধ্যে জুলাইয়ের সর্বাধিক। সেই হিসেবেই, ২০২৫ সালের জুলাই দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তুলনামূলক ভাবে, ২০২৪ সালের জুলাইয়ে বৃষ্টি হয়েছিল ৩২৮.১ মিমি এবং ২০২৩ সালে মাত্র ১৫৬.৭ মিমি।

আবহাওয়াবিদের মতে, “এই মাসে বর্ষার প্রবাহ খুবই সক্রিয় ছিল। মাত্র তিন দিন বৃষ্টি হয়নি, বাকি সব দিনই কমবেশি বৃষ্টি হয়েছে। চার দিন প্রবল বৃষ্টিও হয়েছে, যার জন্যই এই রেকর্ড তৈরি হয়েছে।”

চলতি মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ২৫ জুলাই, একদিনে ১১৬.৬ মিলিমিটার বৃষ্টি। গত ১০ বছরে জুলাই মাসে একদিনে এটিই দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত।

পরিসংখ্যান বলছে, জুলাই মাসে গড়ে ১৭.৭টি দিন বৃষ্টির সম্ভাবনা থাকে। কিন্তু এবার ২৬ দিনেই বৃষ্টি হয়েছে। এমনকি, জুন মাসেও শহর ভিজেছিল ২৪১.৫ মিলিমিটার বৃষ্টিতে। ফলে বর্ষা মরসুমে এখনও পর্যন্ত মোট বৃষ্টির পরিমাণ দাঁড়াল ৮৩৪.৫ মিমি, যা মৌসুমি গড় ১৩৪৫.৫ মিমির ৬২ শতাংশ।

এবছর ১৭ জুন কলকাতায় বর্ষা ঢুকেছিল, যা স্বাভাবিকের থেকে এক সপ্তাহ দেরিতে। যদিও সেদিনই একটি নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়েছিল।

কোন কারণে এত বৃষ্টি?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই জুলাই মাসে মোট ছটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়। এই ধরনের আবহাওয়াগত অবস্থানগুলিই বর্ষাকে সক্রিয় করে তোলে।

মঙ্গলবারও শহরে বৃষ্টি হয়েছে ৪৮.৭ মিমি, যার নেপথ্যে ছিল তিনটি সক্রিয় সিস্টেম— একটি ঘূর্ণাবর্ত, একটি মৌসুমি অক্ষরেখা এবং একটি উচ্চস্তরের বায়ুপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকালের মধ্যে আরও কিছু বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ঘনঘটা কমে আসবে।

আরও পড়ুন: বৃষ্টির দাপট অব্যাহত, দক্ষিণ ও উত্তরবঙ্গে নতুন করে সতর্কতা হাওয়া অফিসের, চলবে কত দিন?

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর সংকলন

‘স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব’ সংকলনে আঠারোটি প্রবন্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছে স্বাধীনোত্তর বাংলার সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগৎ। সম্পাদনায় ড. রামেন্দ্র দাস।

আরও পড়ুন

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।