কালীপুজো আর দীপাবলিতে মেতে রয়েছে শহর কলকাতা। শহরের প্রাচীন কালীমন্দির, বিভিন বনেদি বাড়ি এবং পূজামণ্ডপে চলছে মা কালীর আরাধনা। বৃহস্পতিবার তো বিভিন্ন মণ্ডপে ভিড় ছিলই। শুক্রবারও তার রেশ রয়েছে। মহানগরীতে কালীপুজোর ছবি ক্যামেরাবন্দি করেছেন প্রখ্যাত আলোকচিত্রী রাজীব বসু।

আলোয় সেজেছে কালীঘাট মন্দির।

ঠনঠনিয়া মহামায়া কালী।

বউবাজারের ফিরিঙ্গি কালী।

লেক কালীবাড়ি।

নিজের বাড়িতে কালী আরাধনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফাটাকেষ্টর কালীপুজো।

পূজামণ্ডপে জ্বালানো হচ্ছে ১০৮ প্রদীপ।

কালীপুজো উপলক্ষ্যে আলোকমালায় সেজেছে মহানগরী।