Homeখবরকলকাতা'বাংলা এখন আইটি হাব', রাজ্যে ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়

‘বাংলা এখন আইটি হাব’, রাজ্যে ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়

প্রকাশিত

কলকাতা: রাজ্যে ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের হাতিশালায় ১৭ একর জমির উপরে দ্বিতীয় ক্যাম্পাসটির উদ্বোধন করেন।

বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী এই নতুন ক্যাম্পাস উদ্বোধন করে বলেন, এই ক্যাম্পাস শুধু ইনফোসিস নয়, গোটা বাংলার জন্যই এক ঐতিহাসিক পদক্ষেপ। এই ক্যাম্পাস প্রায় ৪ হাজার জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদী।

মুখ্যমন্ত্রী এদিন জানান, বাংলার উন্নত পরিকাঠামো, দক্ষ কর্মী এবং সুলভ উৎপাদন খরচ তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য একটি আদর্শ গন্তব্য তৈরি করেছে। তাঁর কথায়, “বাংলা এখন শিল্পের জন্য উপযুক্ত স্থান। আমরা রাজ্যে একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা গড়ে তুলেছি।”

মমতা জানান, বাংলায় প্রতিবছর হাজার হাজার ইঞ্জিনিয়ার তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে কাজে যোগ দিচ্ছেন। ২০২৩ সালে প্রায় ৪৫,০০০ ইঞ্জিনিয়ার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চাকরি পেয়েছেন। এ ছাড়াও, সরকার দ্রুতগতির ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং অন্যান্য শিল্পোন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলেছে।

মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা এখন আইটি হাব। আইটিতে প্রচুর সুযোগ। ২২টি আইটি পার্ক তৈরি হয়েছে। বাংলায় অনেক দক্ষ কর্মী রয়েছেন। প্রতিভা ক্ষেত্রে বাংলা ১ নম্বরে।” মুখ্যমন্ত্রী তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, “আপনারা বাংলায় আরও বিনিয়োগ করুন। রাজ্য সরকার সব রকম সহযোগিতা করবে।” তিনি উল্লেখ করেন, নিউটাউনের সিলিকন ভ্যালিতে ২,০০০ একর জমিতে ২৭,০০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে প্রায় ৭৫,০০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, রাজ্যে কর্মসংস্থানের পক্ষে বারবারই সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৭ একর জমির উপর নির্মিত এই ইনফোসিস ক্যাম্পাসে অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা রয়েছে। এটি তথ্যপ্রযুক্তি শিল্পে নতুন মাইলফলক তৈরি করবে এবং রাজ্যে আরও শিল্প বিনিয়োগে উৎসাহ দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ভারতে ৭৭ লাখ ডেলিভারি কর্মী, ২০৩০-এ পৌঁছাবে আড়াই কোটিতে: নীতিন গডকড়ী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...