কলকাতা: ৪৪০ কোটি টাকা খরচে আলিপুরে তৈরি হয়েছে ধনধান্য অডিটোরিয়াম। শঙ্খের আকৃতিতে তৈরি থ্রি-টায়ার এই প্রেক্ষাগৃহের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অডিটোরিয়ামটি স্থাপত্যের এক অনন্য নিদর্শন। বাইরে থেকে দেখতে এক বিশাল শঙ্খের মতো এই অত্যাধুনিক ইনডোর স্টেডিয়াম। এই অডিটোরিয়াম দিনের আলোয় তুষার-শুভ্র শঙ্খ। রাতে অজস্র আলোর ছটায় চোখ ধাঁধানো মোহময়ী রূপ। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, অডিটোরিয়ামের আকৃতিটা শঙ্খের মতো ভেবেছিলাম কারণ, শঙ্খ হল মঙ্গলের প্রতীক। সাধারণ দেখতে করে কী হবে? তাই শঙ্খের আদলেই এটিকে তৈরি করা হল। ছবি: রাজীব বসু

স্বপ্নের ধনধান্য প্রেক্ষাগৃহ সাজানো হয়েছে আয়ারল্যান্ড থেকে আনা ৩০ হাজার বিদেশি আলোয়। ২০০০ আসন বিশিষ্টি ‘অডিটোরিয়াম’ ছাড়াও এখানে থাকছে ৫৪০ আসন বিশিষ্ট একটি ‘মিনি অডিটোরিয়াম’। ছবি: সংগৃহীত

শিল্পীদের জন্য এখানে থাকছে ১৫ শয্যার একটি ডরমেটরি। ব্যাঙ্কোয়েট হল থেকে ফুড পার্ক- সবই রয়েছে এই অডিটোরিয়ামে। ৩০০ গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে সুবন্দোবস্ত। ছবি: সংগৃহীত

অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী সায়ন্তিকা ও শুভশ্রী। ছবি: রাজীব বসু
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

