Homeখবরকলকাতামানিকতলা উপনির্বাচন: সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী বাছলেন মমতা

মানিকতলা উপনির্বাচন: সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী বাছলেন মমতা

প্রকাশিত

প্রয়াত নেতা সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই মানিকতলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে একটি বৈঠকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ও সুপ্তি পাণ্ডেকে নিয়ে বৈঠক করেন মমতা।

আনন্দবাজার অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকে মমতা ইঙ্গিত দিয়েছেন যে আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য মানিকতলা উপনির্বাচনে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেই প্রার্থী হচ্ছেন। তবে এখনো তৃণমূলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সুপ্তি শুধু প্রয়াত সাধনের স্ত্রী নন, তিনি মমতার সহপাঠীও ছিলেন। এর আগে শোনা যাচ্ছিল, সাধনের কেন্দ্রে তাঁর মেয়ে শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করতে পারে তৃণমূল। কিন্তু দলেরই একটি বড় অংশের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। এছাড়া সম্প্রতি উল্টোডাঙা আবাসনে ডিজে তাণ্ডবের ঘটনায় শ্রেয়ার নাম জড়িয়ে পড়ায় মমতা সেই বিষয়ে অসন্তুষ্ট ছিলেন।

সোমবার মমতা কুণাল ও অতীনদের নিয়ে নবান্নে একটি বৈঠক করেন যেখানে মূলত মানিকতলা কেন্দ্র নিয়ে আলোচনা হয়। বৈঠকে মমতা জানান, প্রার্থী তিনি স্থির করে ফেলেছেন। মঙ্গলবার আরও বড় আকারে বৈঠক করেন তিনি। নবান্নে মানিকতলা বিধানসভা এলাকার পুরসভার কাউন্সিলরদেরও ডেকে পাঠানো হয়। মঙ্গলবারের বৈঠকে মমতা স্পষ্ট জানিয়ে দেন, দলের প্রার্থীকে জেতাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কেউ যেন ব্যক্তিগত পছন্দ-অপছন্দে প্রভাবিত না হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম