Homeখবরকলকাতামানিকতলা উপনির্বাচন: সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী বাছলেন মমতা

মানিকতলা উপনির্বাচন: সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী বাছলেন মমতা

প্রকাশিত

প্রয়াত নেতা সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই মানিকতলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে একটি বৈঠকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ও সুপ্তি পাণ্ডেকে নিয়ে বৈঠক করেন মমতা।

আনন্দবাজার অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকে মমতা ইঙ্গিত দিয়েছেন যে আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য মানিকতলা উপনির্বাচনে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেই প্রার্থী হচ্ছেন। তবে এখনো তৃণমূলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সুপ্তি শুধু প্রয়াত সাধনের স্ত্রী নন, তিনি মমতার সহপাঠীও ছিলেন। এর আগে শোনা যাচ্ছিল, সাধনের কেন্দ্রে তাঁর মেয়ে শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করতে পারে তৃণমূল। কিন্তু দলেরই একটি বড় অংশের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। এছাড়া সম্প্রতি উল্টোডাঙা আবাসনে ডিজে তাণ্ডবের ঘটনায় শ্রেয়ার নাম জড়িয়ে পড়ায় মমতা সেই বিষয়ে অসন্তুষ্ট ছিলেন।

সোমবার মমতা কুণাল ও অতীনদের নিয়ে নবান্নে একটি বৈঠক করেন যেখানে মূলত মানিকতলা কেন্দ্র নিয়ে আলোচনা হয়। বৈঠকে মমতা জানান, প্রার্থী তিনি স্থির করে ফেলেছেন। মঙ্গলবার আরও বড় আকারে বৈঠক করেন তিনি। নবান্নে মানিকতলা বিধানসভা এলাকার পুরসভার কাউন্সিলরদেরও ডেকে পাঠানো হয়। মঙ্গলবারের বৈঠকে মমতা স্পষ্ট জানিয়ে দেন, দলের প্রার্থীকে জেতাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কেউ যেন ব্যক্তিগত পছন্দ-অপছন্দে প্রভাবিত না হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

আরও পড়ুন

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।