আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের যৌন হেনস্তা এবং হত্যাকাণ্ডের ঘটনায় দোষীর আবারও ফাঁসির দাবি তুললেন মমতা। এই ঘটনার প্রতিবাদে কলকাতার পথে হাঁটেন মুখ্যমন্ত্রী। ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া নিয়ে আবারও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ডোরিনা ক্রসিংয়ের জনসভা থেকে মমতা স্পষ্ট জানিয়ে দেন, যদি সিবিআই রবিবারের মধ্যে দোষীকে চিহ্নিত করতে ব্যর্থ হয়, তবে তিনি বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সিবিআই যদি রবিবারের মধ্যে দোষীকে ধরতে না পারে, তাহলে বৃহত্তর আন্দোলন হবে। দিল্লিতে গিয়ে আমরা ধরনা করব। সোমবার, রাখিবন্ধনের দিন আমাদের কর্মসূচি হবে সব ভাইবোনদের রক্ষার জন্য।” সভায় বক্তব্যের শেষে তিনি নিজেই স্লোগান তোলেন, “দোষীদের ফাঁসি চাই। রবিবারের মধ্যে ফাঁসি চাই।”
‘এটি আমাদের ব্যর্থতা বললে বলতে পারেন’, আরজি কর হিংসা নিয়ে স্বীকারোক্তি পুলিশ কমিশনারের
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে, আদালতের এই নির্দেশের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, “আমি পরিবারকে আশ্বাস দিয়েছিলাম, আমরা দোষীদের শাস্তি দেব। রবিবার পর্যন্ত সময় দিন। নয়তো সিবিআইকে মামলার তদন্তভার দিয়ে দেব। কিন্তু সিপিএম ও বিজেপি অপেক্ষা করতে পারতেন! আপনারা সময় দিলেন না। হাসপাতালের নমুনা সংগ্রহ করতে সময় লেগেছে। এগুলো বাইরে বলা যায় না। দোষীরা নিজের মতো ব্যবস্থা নিতে পারে। আমি রাজনীতি করতে চাই না, কিন্তু আপনারাই রাজনীতি করলেন।”