Home খবর দেশ বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক মমতার

বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক মমতার

0
Mamata Banerjee
নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চলতি বছরেই পঞ্চায়েত নির্বাচন। এখন থেকেই গুটি সাজাতে শুরু করেছে সব রাজনৈতিক দল। জোর কদমে চলছে প্রস্তুতি। সাধারণ মানুষের মন পেতে একাধিক কর্মসূচি নিয়ে হাজির হয়েছে শাসক বিরোধী সহ সব পক্ষই। এই পরিস্থিতিতে এবার আজ, শুক্রবার বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রতহীন বীরভূমের রূপরেখা কিভাবে তৈরি করা হবে সে বিষয়ে আলোচনা হতে পারে এ দিন। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এছাড়াও পঞ্চায়েত ভোটের ভার কারো উপর দেওয়া হবে এদিন সে কথাও জানিয়ে দিতে পারেন মমতা।

মমতার বাড়িতে জেডিএস নেতা কুমারস্বামী

জেডিএস নেতা কুমার স্বামীর সঙ্গে আজ, শুক্রবার বৈঠকে বসবেন মমতা। এদিন তাঁর কালীঘাটের বাড়িতেই হবে এই বৈঠক। অখিলেশ যাদবের পর এবার কুমার স্বামীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী। এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তা বুঝতেই পারছে রাজনৈতিক মহল। এদিনের বৈঠকে একাধিক আলোচনা হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আজ আদালতে হাজিরা শান্তনুর

নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য। নিত্যদিন উঠে আসছে একের পর এক নাম। এই ঘটনায় গ্রেফতার করা হচ্ছে যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। আজ শুক্রবার তাঁকে তোলা হবে আদালতে। পরবর্তীতে আদালত কি নির্দেশ দেয় আজ সে দিকেই নজর থাকবে সকলের।

রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা

রাজ্যজুড়ে ফের বৃষ্টির আশঙ্কা। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে দক্ষিণবঙ্গও।

সংসদের বাজেট অধিবেশন

একপ্রকার বন্ধ সংসদের বাজেট অধিবেশন। শাসক বিরোধী তরজায় শুরুই হয়নি অধিবেশন। একদিকে যখন আদানিকাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধী দল কংগ্রেস ঠিক তখনই রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার বিষয়ে অনড় বিজেপি। সবমিলিয়ে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি আর সে কারণে শুরুই হয়নি সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version