নিজস্ব প্রতিনিধি: তীব্র গরমে কলকাতা-সহ পুরো দক্ষিণবঙ্গ যখন ধুঁকছে ঠিক সেই সময়ে আগুন লাগার ঘটনাও বেড়ে চলেছে। প্রতিদিনই কলকাতা শহরের কোনো না কোনো জায়গা থেকে আগুন লাগার খবর আসছে। শুক্রবার দুপুরে আগুন লাগল দক্ষিণ কলকাতার কসবায় অ্যাক্রোপলিস মলে। খবর পেয়ে দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
প্রাথমিক খবরে জানা গিয়েছে, কসবা কানেক্টরে অ্যাক্রোপলিস মলের চার তলায় যে ‘ফুড কোর্ট’ রয়েছে, সেখানেই প্রথম আগুন দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো তলাটা। ‘ফুড কোর্ট’-এ যাঁরা ছিলেন তাঁদের সকলকে অতি দ্রুত মলের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। গোটা মল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর পেয়েই মলে উপস্থিত সকলের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। চতুর্দিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। সবাই ওই কালো ধোঁয়ার মধ্যে দিয়েই সিঁড়ি দিয়ে দ্রুত নামতে থাকেন। অনেকে ওই কালো ধোঁয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের কাউকে কাউকে পাঁজাকোলা করে নামিয়ে আনা হয়। মলের বহু কর্মী পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শপিং মলের তিনটি তলা জুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। সেখানে বহু মানুষেরই শ্বাসকষ্ট শুরু হয়। কালো ধোঁয়ার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতেও সময় লাগছে বলে দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে। আপাতত জানলা, বারান্দার কাচ ভেঙে ধোঁয়া বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে। দমকলকর্মীরা অক্সিজেন মাস্ক পরে আগুন নেভানোর কাজ করছেন। মলের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
মানিকতলায় লড়বেন সুপ্তি পাণ্ডেই, আরও ৩ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের