Homeখবরকলকাতাকলকাতার মহাজাতি সদনের সামনে মিনিবাসে আগুন, নামিয়ে দেওয়া হল যাত্রীদের

কলকাতার মহাজাতি সদনের সামনে মিনিবাসে আগুন, নামিয়ে দেওয়া হল যাত্রীদের

প্রকাশিত

কলকাতার মহাজাতি সদনের সামনে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বিরাটি-বিবাদী বাগ রুটের একটি মিনিবাসে হঠাৎ করে আগুন লেগে যায়। বাসটি বিবাদী বাগ থেকে বিরাটির দিকে যাচ্ছিল, আর ব্যস্ত সময়ে এমন একটি ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী এবং স্থানীয়দের মধ্যে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মিনিবাসটির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। হঠাৎ করে ধোঁয়া দেখতে পাওয়া মাত্রই বাসের চালক তড়িঘড়ি বাসটি থামান। মুহূর্তের মধ্যেই বাসের সমস্ত যাত্রীদের দ্রুত বাস থেকে নামিয়ে আনা হয়। এই ঘটনায় কেউ আহত হননি।

আগুন লাগার পরপরই চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং আগুন নেভানোর কাজে লেগে পড়ে। ব্যস্ত রাস্তায় এই ধরনের একটি ঘটনার ফলে অন্যান্য বাস এবং গাড়ি পথের মধ্যে দাঁড়িয়ে যায়, যার ফলে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়।

এই ঘটনা শুধু যাত্রীদেরই নয়, স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি করে। যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নামেন এবং নিরাপদ স্থানে সরে যান। স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীরাও এই ঘটনায় হতবাক হয়ে পড়েন এবং দ্রুত নিরাপদ দূরত্ব বজায় রাখেন।

কলকাতায় এর আগেও এই ধরনের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই হাওড়া সেতুর উপরে একটি চলন্ত গাড়িতে আগুন ধরে যায় এবং ভিআইপি রোডে একটি বিয়েবাড়ির গাড়িতে আগুন লাগে। কয়েক মাস আগে চাঁদনি চক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন লেগে আশেপাশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এছাড়া গত এপ্রিলে ট্রাম কোম্পানির একটি চলন্ত বাসেও একইভাবে আগুন লাগে, যার ফলে যাত্রীরা কোনোমতে রক্ষা পান।

চালক এবং অন্যান্য যাত্রীদের কথায় জানা যায় যে, মিনিবাসটি বেশ পুরানো ছিল এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ না করার কারণে ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। 

চিকিৎসকদের চেয়েও ভালো ভাবে প্রস্টেট ক্যানসার চিহ্নিত করল এআই প্রযুক্তি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঢাকার শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ আগুনে পুড়েছে প্রায় ২ হাজার কোটি টাকার পণ্য, পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল প্রায় ২ হাজার কোটি টাকার পণ্য। তৈরি পোশাকের স্যাম্পল, ওষুধের কাঁচামাল, কৃষিপণ্যসহ বহু রপ্তানিযোগ্য সামগ্রী ছাই হয়ে গেছে। অন্তত এক মাস রপ্তানি প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার আশঙ্কা, পথে বসেছেন বহু ব্যবসায়ী।

অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম একদিনের ম্যাচেই নাস্তানাবুদ শুভমন গিলেরা

খারাপ আবহাওয়ার জন্য ম্যাচ নামিয়ে আনা হয় ২৬ ওভারে। প্রথমে ব্যাট করে ভারত করে ৯ উইকেটে ১৩৬ রান। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটার দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটের আসরে খেলতে নেমে পুরোপুরি ব্যর্থ হলেন।

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আরও পড়ুন

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।