Homeখবরকলকাতাসাবর্ণ সংগ্রহশালার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বড়িশার দুর্গাদালানে 'মূর্ছ্ছনা' রাগসঙ্গীত বৈঠক

সাবর্ণ সংগ্রহশালার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বড়িশার দুর্গাদালানে ‘মূর্ছ্ছনা’ রাগসঙ্গীত বৈঠক

প্রকাশিত

সাবর্ণ সংগ্রহশালার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হল ‘মূর্ছ্ছনা’—একটি বার্ষিক রাগসঙ্গীত বৈঠক। আয়োজক ছিল সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ। অনুষ্ঠানটির আসর বসে ঐতিহ্যবাহী বড়িশার কালিকিংকর দুর্গাদালানে, ৮ জুন সন্ধ্যায়।

দীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পরিষদের অন্যতম বর্ষীয়ান সহ-সভাপতি স্বপন রায় চৌধুরী। এরপর একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনায় মাতিয়ে তোলেন বিভিন্ন শিল্পীরা।

নৃত্যপর্বে প্রথমে ভরতনাট্যমে নজর কাড়েন স্নেহাতা বরুয়া। তাঁর পরে যুগ্মভাবে কত্থক পরিবেশন করেন অর্পিতা পান্ডে রায়চৌধুরী ও নন্দিতা মন্ডল। ওডিশি নৃত্যে অনবদ্য পরিবেশনা করেন মহাস্বেতা রায় চৌধুরী।

শাস্ত্রীয় সঙ্গীতের প্রথম পর্বে পরিবেশন করেন গৌরী রায়চৌধুরীর ছাত্রী মহুয়া নন্দী। পুরিয়া কল্যাণ ও হংসধ্বনী রাগে তাঁর খেয়াল দর্শকদের মুগ্ধ করে। তাঁকে তবলায় সঙ্গত করেন পীযূষ ব্যানার্জী ও হারমোনিয়ামে দেবাশিস অধিকারী।

এরপর বিশেষ সম্মান জানানো হয় সাবর্ণ পরিবারের কৃতী সন্তান ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ দীপক রায় চৌধুরীকে। কলকাতাবাসীর তরফে উত্তরীয় পরিয়ে দেন প্রবাদপ্রতিম শিল্পী সত্য চৌধুরীর ভাইপো পরমানন্দ চৌধুরী এবং উপহার তুলে দেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শুভাঞ্জন চক্রবর্তী।

সমাপ্তি পর্বে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন এ টি কাননের সুযোগ্য শিষ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রথমে যোগকোষ রাগে খেয়াল ও পরে এক অপূর্ব ভজন পরিবেশন করে শ্রোতাদের হৃদয় জয় করেন তিনি। তবলায় সঙ্গত করেন শঙ্কর ঘোষের শিষ্য পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং হারমোনিয়ামে ছিলেন সোহনলাল শর্মার শিষ্য দেবাশীষ অধিকারী। দুই সহশিল্পীর সঙ্গতও ছিল অনবদ্য।

অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বাচিক শিল্পী দীপশিখা চৌধুরী। পরিকল্পনায় ছিলেন নিমাই মুখোপাধ্যায় ও তরুণ বোস। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন পরিষদের সম্পাদক দেবর্ষি রায় চৌধুরী ও কোষাধক্ষ্য জয়দীপ রায় চৌধুরী।অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল খবর অনলাইন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহার সৃজনে রঙের বহুমাত্রিকতা ও দেবীর রঙিন রূপে সাজবে কলকাতার ঐতিহ্যবাহী এই পুজো।

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

আরও পড়ুন

মহালয়ার সকালে কলকাতায় শুটআউট, চারু মার্কেটের জিমে দুষ্কৃতীদের গুলি চালনা

মহালয়ার সকালে চারু মার্কেট এলাকায় এক জিমে ঢুকে দু’জন দুষ্কৃতী গুলি চালায়। জিম মালিককে লক্ষ্য করে হামলা হলেও কেউ আহত হননি। তদন্তে নেমেছে পুলিশ।

গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ, কাল দেবীপক্ষের সূচনা, আসছেন মা দুর্গা  

কলকাতা: আশ্বিনের শারদপ্রাতে ঘুম ভেঙে গিয়েছিল আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠে – যা দেবী সর্বভুতেষু…।...

মহালয়ায় দ্বিগুণ মেট্রো পরিষেবা, সকালেই ট্রেন নামাচ্ছে কর্তৃপক্ষ

২১ সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়তি মেট্রো পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে ১৮২ ট্রেন, সকাল ৬.৫০ থেকে শুরু হবে যাত্রা।