Home খবর কলকাতা ‘গর্ত নয়, পুরো ভাঙা চাই’— বেআইনি নির্মাণ ভাঙার নিয়মে বড়সড় বদল, কড়া...

‘গর্ত নয়, পুরো ভাঙা চাই’— বেআইনি নির্মাণ ভাঙার নিয়মে বড়সড় বদল, কড়া নির্দেশ কলকাতা পুরসভার

KMC news

কলকাতা: কলকাতা শহরে বেআইনি নির্মাণ ভাঙার পদ্ধতিতে আনছে বড়সড় বদল কলকাতা পুরসভা। এতদিন পর্যন্ত ‘ডেমোলিশন স্কোয়াড’ কেবলমাত্র সিলিংয়ে গর্ত করে দায়িত্ব শেষ করছিল বলে অভিযোগ উঠছিল, এবার থেকে তা চলবে না। গর্ত নয়, পুরো নির্মাণ ধ্বংস করতেই হবে— এমনই কড়া নির্দেশ দিলেন পুরসভার কমিশনার ধবল জৈন

সম্প্রতি ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে একের পর এক অভিযোগ জমা পড়ে যে, গর্ত করে দায় সেরে ফেলছেন কর্মীরা। পরবর্তীতে সেই গর্ত জোড়াতাপ্পি দিয়ে আবার নির্মাণ চালু হচ্ছে। মেয়র ফিরহাদ হাকিম নিজে বিষয়টি গুরুত্ব দিয়ে কমিশনারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

KMC Act 1980-এর ৪০০ ধারার ৮ নম্বর উপধারায় সংশোধন এনে জারি হয় একটি নতুন নির্দেশিকা, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে—
🔸 শুধু সিলিং গর্ত করলে হবে না, পুরো বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে হবে
🔸 স্তম্ভ, ছাদ, কাঠামো, লোহা— সব সরিয়ে ফেলতে হবে
🔸 শীর্ষ ইঞ্জিনিয়র পদমর্যাদার একজন আধিকারিক গোটা কাজ তদারকি করবেন ও রিপোর্ট জমা দেবেন
🔸 সমস্ত সুরক্ষাব্যবস্থা মানতে হবে, যাতে কেউ আহত না হন বা আশপাশের সম্পত্তির ক্ষতি না হয়

পুরসভার পক্ষ থেকে সাফ জানানো হয়েছে—

  • সময় যত লাগুক, কাজ সম্পূর্ণ শেষ না করে ফিরে যাওয়া যাবে না
  • কর্মীদের সুরক্ষা সরঞ্জাম বাধ্যতামূলক
  • নির্মাণ এলাকা ঘিরে রাখতে হবে লোহার বা বাঁশের ব্যারিকেডে
  • বিল্ডিং বিভাগকে নজর রাখতে হবে, যেন এক ইঞ্চি বেআইনি অংশও না থাকে

মেয়র ফিরহাদ হাকিম বলেন, “ভাঙা মানে পুরোপুরি ভাঙা। কোনও রকম গর্ত নয়। শুধু গর্ত করে পুরসভা থেকে টাকা নিয়ে নেবে, এটা হবে না। আমাদের বোকা বানানো হচ্ছে। আমি চোখ-কান খোলা মেয়র।”

এবার থেকে বেআইনি নির্মাণ রোধে পুরসভার এই কড়া অবস্থান শহরের চেহারায় বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন শহরবাসী।

পড়ুন: নিউ মার্কেট চত্বরে দখল সরাতে ফিরছে ‘হালা ব্রিগেড’, পয়লা বৈশাখের পর অভিযান শুরু

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version