কলকাতা: নিউ মার্কেটের চারপাশে carriageway বা মূল রাস্তাগুলিকে হকারমুক্ত করতে পয়লা বৈশাখের পর বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা (KMC)। এই অভিযান যৌথভাবে চালাবে কলকাতা পুলিশ, টাউন ভেন্ডিং কমিটি (TVC) এবং পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (SWM) বিভাগ।
পুরসভার এক আধিকারিক মঙ্গলবার TOI-কে জানান, “আমরা পরিকল্পনা করেছি নিউ মার্কেট সংলগ্ন রাস্তাগুলিকে সম্পূর্ণ দখলমুক্ত করার। সময় উপযুক্ত হলেই অভিযান চালানো হবে।”
এবারের অভিযান আগের চেয়ে আলাদা। হকারদের সরানোর কাজে এবার যুক্ত করা হবে পুরসভার SWM বিভাগের ‘হালা ব্রিগেড’-কে। পুরসভা সূত্রে খবর, নিউ মার্কেট এলাকায় ঝুঁকিপূর্ণ পয়েন্টে স্থায়ীভাবে SWM বিভাগের গাড়ি মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে।
দেড় দশক আগেও নিউ মার্কেটকে হকারমুক্ত রাখতে এই হালা ব্রিগেড গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। অবৈধভাবে ব্যবসা করলে তাদের পণ্য বাজেয়াপ্ত করা হত। সেই পুরনো কৌশলেই এবার ফিরতে চাইছে প্রশাসন।
হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক এবং টাউন ভেন্ডিং কমিটির সদস্য শক্তিমান ঘোষ বলেন, “সময় এসেছে পুরনো হালা ব্রিগেডকে আবার সক্রিয় করার। হকার সমস্যার স্থায়ী সমাধানে এটা জরুরি।”
যদিও বর্তমানে হালা ব্রিগেড নামে কোনও ইউনিট পুরসভায় নেই, তবে বিশেষ এই অভিযান সফল করতে সেটিকে অস্থায়ীভাবে গঠন করা হতে পারে বলে জানিয়েছে KMC।
পুরসভা আরও জানিয়েছে, বহুবার অনুরোধ করার পরও রাস্তা দখল ছাড়েননি হকাররা। এবার তাই আর দেরি না করে সরাসরি অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর, টাউন ভেন্ডিং কমিটিতে থাকা কিছু হকার নেতাকে পুর প্রশাসনের তরফে মৌখিকভাবে বার্তা দেওয়া হয়েছে যাতে তারা প্রস্তুত থাকেন এবং হকারদের এক সপ্তাহ সময় দিয়ে অবৈধ দখল সরিয়ে নিতে বলেন।
এদিকে এস এস হগ মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশন এক চিঠিতে পুর প্রশাসনকে জানিয়েছে, অবিলম্বে দখলদারদের না সরালে তারা রাস্তায় নামতে বাধ্য হবেন এবং প্রয়োজনে ব্যবসা বন্ধের ডাক দেবেন।
সংগঠনের এক সদস্য আশরাফ আলি বলেন, “প্রতিবার অভিযানের পরে দেখা যায়, হকাররা আবারও রাস্তা দখল করে বসেন। তাই এই অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”
পড়ুন: নিউটাউনে আরও ছ’টি আন্ডারপাসের পরিকল্পনা, যানবাহন ও পথচারীদের জন্য আলাদা ব্যবস্থা
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us