Home খবর কলকাতা জমজমাট বর্ষবরণ! চিড়িয়াখানা থেকে দক্ষিণেশ্বরে বাঁধভাঙা ভিড়

জমজমাট বর্ষবরণ! চিড়িয়াখানা থেকে দক্ষিণেশ্বরে বাঁধভাঙা ভিড়

0
আলিপুর চিড়িয়াখানায় যেন তিল ধারণের জায়গা নেই। ছবি: রাজীব বসু

কলকাতা: নেই করোনার নিয়মবিধি। দু’বছর বাদে ইংরাজি নতুন বছরের প্রথম দিনে বাঁধভাঙা ভিড় শহরের কোনায় কোনায়। চিড়িয়াখানা, আলিপুর জেল মিউজিয়াম, দক্ষিণশ্বের মন্দির, কালীঘাট মন্দির এবং কাশীপুর সমাধিপ্রাঙ্গণ-সহ বিভিন্ন দর্শনীয় স্থানে উপচে পড়ল সাধারণঁ মানুষের ভিড়। অন্য দিকে, প্রিন্সেপ ঘাট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, পার্ক স্ট্রিট ও ময়দানের কথাও নতুন করে বলার নয়।

এমনিতে শীতকালের রবিবার মানেই গন্তব্য আলিপুর চিড়িয়াখানা। তার উপর বছরের প্রথম দিন। ছবি: রাজীব বসু

বাঘ দেখার লম্বা লাইন। কার্যত তিল ধারণেরও জায়গা ছিল না চিড়িয়াখানায়। ছবি: রাজীব বসু

শহরের অন্য়তম আকর্ষণ এখন চিড়িয়াখানা থেকে কিছুটা দূরেই আলিপুর জেল মিউজিয়াম। ছবি: রাজীব বসু

অগ্নিযুগের বিপ্লবীদের কথা ঝালিয়ে নিতে ছুটির দিনে আলিপুর জেল মিউজিয়ামে অগুন্তি মানুষ। ছবি: রাজীব বসু

কল্পতরু উৎসবকে সামনে রেখে সেজে উঠেছে কাশীপুর সমাধিপ্রাঙ্গণ। সেখানেও ভিড় ছিল চোখে পড়ার মতোই। ছবি: রাজীব বসু

বছরের প্রথম দিন। সারা বছরের জন্য প্রার্থনা। কালীঘাটে ভক্ত সমাগম। ছবি: রাজীব বসু

বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব। ভিড় উপচে পড়েছে দক্ষিণেশ্বর মন্দিরে। ছবি: রাজীব বসু

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version