কলকাতার পাটুলিতে মেলার মাঠে বোমা ফেটে আহত এক কিশোর। খেলার সময় বল ভেবে বোমা হাতে তুলতেই ঘটল ভয়াবহ বিস্ফোরণ। আহত এক কিশোরকে রক্তাক্ত অবস্থায় বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বিস্ফোরণের জেরে এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে পাটুলি থানার কিছুটা দূরে একটি মাঠে ক্রিকেট খেলছিল তিন কিশোর। খেলার সময় বল দূরে চলে গেলে, এক কিশোর ঝোপের পাশে সাদা কাগজে মোড়ানো একটি গোলাকার বস্তু তুলে নেয়। হঠাৎই সেটি বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণের ধাক্কায় আহত কিশোরের মুখ-সহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায় এবং সে মাঠেই যন্ত্রণায় কাতরাতে থাকে।
স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত কিশোরকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে কিশোরের। জানা গিয়েছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিস্ফোরণে আহত এক কিশোর আতঙ্কে স্থবির হয়ে যায়। স্থানীয় মহিলাদের বক্তব্য, “এমন ভয়ানক ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা আতঙ্কিত।”
ঘটনার পর পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। পুলিশ কুকুর এবং বম্ব স্কোয়াড দিয়ে মাঠে তল্লাশি চালানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসীরা যথেষ্ট আতঙ্কিত।
স্থানীয় এক যুবকের কথায়, ‘‘সাড়ে ১১টা নাগাদ বিস্ফোরণ হয়। আমরা কয়েক জন তখন মাঠের দিকেই যাচ্ছিলাম আড্ডা দিতে। হঠাৎ বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি ছেলেটার নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে। কয়েক জন ওর চোখে-মুখে জল দিচ্ছে। তার পরেই ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল।’’
আরও পড়ুন: কড়াকড়িকে বুড়ো আঙুল! দীপবলিতে কলকাতা দাপাল শব্দবাজি, দূষণ ছুঁল দিল্লিকে