Homeখবরকলকাতাদিনপনেরো পরেই মহাষষ্ঠী, পুজোর মুখে কেমন আছে কলকাতা  

দিনপনেরো পরেই মহাষষ্ঠী, পুজোর মুখে কেমন আছে কলকাতা  

প্রকাশিত

আর এগারো দিন পরেই মহালয়া, পিতৃপক্ষের শেষ দিন। পরের দিনই শুরু হয়ে যাবে দেবীপক্ষ। ধীরে ধীরে সর্বজনীন দুর্গাপুজো উদ্বোধনের ধুম পড়ে যাবে। দিনপনেরো পরেই মহাষষ্ঠী। পুজোর দিন যত এগিয়ে আসে মহানগরী কলকাতার চেহারাটা কেমন যেন পালটে যায়। চারিদিকে একটা প্রস্তুতির ছবি। পটুয়াপাড়ায় ব্যস্ততা, রাস্তা জুড়ে মণ্ডপ তৈরির কাজ, জোরকদমে কেনাকাটার ধুম, মহানগরীর বিভিন্ন বাজারে প্রচণ্ড ভিড় এবং তার সঙ্গে ট্র্যাফিক জ্যাম।

এরই মধ্যে চলছে বৃষ্টি। সরকারি ভাবে ৩০ সেপ্টেম্বর বর্ষা বিদায় নিয়েছে এই বঙ্গ থেকে। কিন্তু সেপ্টেম্বরের শেষ দিক থেকেই যেন বৃষ্টির দাপট বেড়ে চলেছে। সেই দাপট এখনও সমানে অব্যাহত। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির এই দাপট ধীরে ধীরে কমে যাবে। পুজোর সময় তেমন বৃষ্টি হবে না।

বৃষ্টিতে সব চেয়ে অসুবিধা হচ্ছে মৃৎশিল্পীদের। মূর্তি নির্মাণের জায়গাটি বড়ো বড়ো প্লাস্টিকের চাদরে ঢেকে কাজ চালাতে হচ্ছে। কুমোরটুলিতে গেলেই এই দৃশ্য চোখে পড়বে। নির্মীয়মাণ মা সপরিবার ঢাকা রয়েছেন প্লাস্টিকের চাদরে।

বৃষ্টি হোক, বা নাই হোক, মৃৎশিল্পীদের এখন নাওয়া-খাওয়ার সময় নেই। চলছে একদম শেষ পর্যায়ের। বেশ কিছু মণ্ডপে মূর্তি চলে গিয়েছে। সেখানেই চলবে  শেষ তুলির টান। বিদেশ থেকে যে সব অর্ডার আছে, সে সবই পাঠিয়ে দেওয়া হয়েছে যথাস্থানে, যথাসময়ে।

ইতিমধ্যে বিদেশি শিল্পরসিকরা আসতে শুরু করেছেন কলকাতা শহরে। তাঁদের যাতায়াত চলছে কুমোরটুলিতে। তার ওপর কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর থেকে এর খ্যাতি সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। সেই টানেই মহানগরীতে ছুটে আসছেন বিদেশিরা।

ইতিমধ্যে সর্বজনীন পুজোর মণ্ডপ তৈরির কাজ চলছে পুরোদমে। কলকাতায় সব থিমভিত্তিক পুজো। এবং সেই সব থিমের মধ্যে দিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে নানা সামাজিক বার্তা। তবে শুধু সামাজিক বার্তাই নয়, বহু থিমের মাধ্যমে বাংলার বহু বিলুপ্তপ্রায় হস্তশিল্পকেও তুলে ধরা হচ্ছে। আর পরিবেশ নিয়ে সচেতন হওয়ার কথা তো বলা হচ্ছেই।  

পুজোর বাজারে তো ভিড় শুরু হয়ে গিয়েছে মাসখানেক আগে থেকেই। গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগান প্রভৃতি বাজারে পা ফেলার তো জায়গা নেই-ই, এমনকি শহর ও শহরতলির অন্যান্য বাজারেও চলছে জোর কেনাকাটা। বিক্রেতাদের মুখে হাসি। বছরের এই সময়টার জন্য তো তাঁরা অপেক্ষা করে থাকেন দুটো পয়সার মুখ দেখবেন বলে।

পুজো এলেই আর-একটা কাজ শুরু হয়ে যায় খুব ধুমধাম করে। প্রশাসনের টনক নড়ে। রাস্তা গাড়িঘোড়ার চাপ বাড়ে। তাই জোরকদমে চলতে থাকে রাস্তা সারাইয়ের কাজ।

এ বার পুজোর সময় এত উৎসাহব্যাঞ্জক খবরের মধ্যে রয়েছে একটি হতাশার খবর। শহরে ডেঙ্গির উৎপাত শুরু হয়েছে। এবং তা দিন দিন বাড়ছে। তাই বিভিন্ন জায়গায় নাগরিকদের উদ্যোগে চলছে সচেতনতা অভিযান।

ছবিগুলি তুলেছেন রাজীব বসু।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

আরও পড়ুন

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।