দুর্গাপুজোর মুখে কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৫ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে ‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধন করতে তিনি বাংলায় আসছেন। এই সফরকে ঘিরে শহরে কড়া নিরাপত্তা ও ট্রাফিক বিধিনিষেধ ঘোষণা করল কলকাতা পুলিশ।
শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান, প্রধানমন্ত্রীর সফরের কারণে ১৪ এবং ১৫ সেপ্টেম্বর শহরের একাধিক রাস্তায় ভারী গাড়ি চলাচল বন্ধ থাকবে।
ট্রাফিক বিধিনিষেধের সময়সূচি
- ১৪ সেপ্টেম্বর: দুপুর ৩.৩০ থেকে রাত ৮টা পর্যন্ত।
- ১৫ সেপ্টেম্বর: সকাল ৭.৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এই সময়সীমা প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী আরও বাড়ানো হতে পারে।
কোন কোন রাস্তায় নিষেধাজ্ঞা
- ১৪ সেপ্টেম্বর:
- রাজভবন দক্ষিণ গেট → আরআর অ্যাভিনিউ → রেড রোড → জে অ্যান্ড এন আইল্যান্ড → মা উড়ালপুল
- এজেসি বোস উড়ালপুল, এজেসি বোস রোড থেকে হাসপাতাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড হয়ে জে অ্যান্ড এন আইল্যান্ড পর্যন্ত
- এসব রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
- ১৫ সেপ্টেম্বর:
- রাজভবন দক্ষিণ গেট → আরআর অ্যাভিনিউ → রেড রোড → জে অ্যান্ড এন আইল্যান্ড → ফোর্ট উইলিয়াম পূর্ব গেট → খিদিরপুর রোড
- সকাল ৭.৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ।
অতিরিক্ত নিষেধাজ্ঞা
- ১৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত: রাজভবনের আশপাশে ভারী গাড়ি একেবারেই চলতে পারবে না।
- ১৪ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত: গভর্নমেন্ট প্লেস ইস্ট → এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং → ওল্ড কোর্ট হাউস স্ট্রিট → বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং বন্ধ থাকবে।
এছাড়া বিভিন্ন রাস্তায় পার্কিং ও সাধারণ যান চলাচলেও পরিবর্তন আনা হতে পারে। বিকল্প রুট ব্যবহারের নির্দেশ ওই দিন দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক আধিকারিকেরা দেবেন বলে জানিয়েছে পুলিশ।
কমান্ডার্স কনফারেন্স
উল্লেখ্য, ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর কলকাতায় ইস্টার্ন কমান্ড সদর দফতর ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হবে তিন দিনের ‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ২০২৫’। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।