টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা অভিজিতের সমর্থনে একজোট হওয়ার উদ্যোগ নিচ্ছেন। রবিবার পুলিশ ক্লাবে একটি বৈঠক করে তাঁরা আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং অভিজিতের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেবেন বলে সূত্রের খবর।
পুলিশ ক্লাবে এই বৈঠকে কর্মরত এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। অভিজিতের জামিন না হওয়া পর্যন্ত প্রত্যেক হাজিরার দিন বিভিন্ন পদমর্যাদার পুলিশ আধিকারিকরা আদালতে উপস্থিত থেকে তাঁর মনোবল বজায় রাখার পরিকল্পনা করছেন।
এছাড়াও, অভিজিতের হয়ে সমাজ মাধ্যমে প্রচার চালানোর জন্য একটি ডেডিকেটেড টিম গঠনের কথাও ভাবা হচ্ছে। এই টিম রাজ্য পুলিশের সঙ্গে মিলিত হয়ে প্রচার চালাবে এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা টেলিভিশন শোয়ে অংশগ্রহণ করে অভিজিতের নির্দোষতার পক্ষ সমর্থন করবেন।
কলকাতা পুলিশের একাংশ দাবি করেছে, অভিজিৎ মণ্ডল নির্দোষ এবং পরিস্থিতির শিকার। তাঁরা শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গেও এই ইস্যু নিয়ে আলোচনা করেছেন। রবিবার রাতের বৈঠকে এই সমস্ত পরিকল্পনা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।