Homeখবরকলকাতাসহায়হীন শৈশবের স্বপ্ন, ইচ্ছা আর আত্মবিশ্বাস বিকাশে 'প্রজেক্ট উন্নতি'

সহায়হীন শৈশবের স্বপ্ন, ইচ্ছা আর আত্মবিশ্বাস বিকাশে ‘প্রজেক্ট উন্নতি’

জিনিয়াস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ক্রাই এবং প্রাজক-এর একটি শিক্ষা-ভিত্তিক উদ্যোগ।

প্রকাশিত

কলকাতা: মন্টি নাইয়ার বয়স মাত্র ১৬। ক’মাস আগে পর্যন্ত নিজের ভবিষ্যৎ সম্পর্কে কোনো ধারণাই ছিল না তার। শুধু কি তাই, মনের কোণে তেমন কোনো স্বপ্ন পুষতেও শেখেনি সে। শৈশব-কৈশোর পেরিয়ে কী ভাবে পাড়ি দেবে ভবিষ্যতে, তেমন কোনো পরিকল্পনাও ছিল না তার ভাঁড়ারে। কিন্তু গত সপ্তাহে এহেন মন্টি যখন মাইক্রোফোন হাতে নিজের ভবিষ্যতের পরিকল্পনাগুলি ধাপে ধাপে প্রকাশ্যে নিয়ে এল, তখন তাকে মেলানো দায়। সেই মন্টি এখন আত্মবিশ্বাসে এতটাই ভরপুর যে, এ বিশ্বকে সে মুঠোয় পুরতে প্রস্তুত।

ব্যাপারটা খোলসা করা যাক। মন্টির মতোই কলকাতা পুরসভার ৮১, ৮৮ ও ৮৯ নম্বর ওয়ার্ডের আরও কিছু ‘সহায়হীন’ কচিকাঁচা এখন ‘প্রজেক্ট উন্নতি’র অংশ। জিনিয়াস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ক্রাই (CRY) এবং প্রাজক (Praajak)-এর এই শিক্ষা-ভিত্তিক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ ক্লাসে যোগ দিয়েছে তারা।

গত শুক্রবার, একটি অনুষ্ঠানে প্রায় এ রকমই প্রায় জনা কুড়ি খুদে নিজেদের স্বপ্নের কথা গড়গড় করে বলে ফেলল। বিশিষ্ট ব্যক্তিদের কাছে নিজেদের হৃদয় উজাড় করে দিয়ে তাদের আশা, ইচ্ছা এবং কী ভাবে এই উদ্যোগ তাদের জীবন, চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে, কোনো কিছুই গোপন করল না।

যেমন, পূজা দে নামে এক কিশোরী জানাল, সে পড়াশোনা করে ভবিষ্যতে একজন শিক্ষিকা হতে চায়। শুধু তাই নয়, অভাব-অনটনে যারা শিক্ষা থেকে দূরে থেকে যায়, তেমন শিশুদেরই পড়াতে চায় সে। এই স্বপ্ন সে দেখতে শুরু করেছে নিজের শিক্ষকদের কাছ থেকেই। গত কয়েক মাস ধরে এ ধরনের বিশেষ ক্লাসে যোগ দিয়েই তাদের দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন এসেছে।

এ ব্যাপারে জিনিয়াস কনসালটেন্টস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রবীরকুমার চক্রবর্তী বলেন, ছোটোদের বড়ো স্বপ্ন দেখাতে, তাদের শিক্ষায় মনোযোগী করে তুলতে এবং সুযোগগুলিকে কাজে লাগাতেই এই উদ্যোগ। এই কাজে সর্বাত্মক সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রবীরবাবু।

এই উদ্যোগের কো-অর্ডিনেটর পিয়ালি বন্দ্যোপাধ্যায় বলেন, “সত্যি বলতে কি, কয়েক মাস আগেও এখানকার বেশির ভাগ শিশুর মধ্যে কারও চোখের দিকে তাকানোর সাহসও ছিল না। কিন্তু আজ আমরা দেখছি, হাতে মাইক্রোফোন ধরে তারা স্বপ্ন ভাগাভাগি করে নিচ্ছে। আমরা যে কাজ করে চলেছি, এটা তারই ইতিবাচক প্রভাব। তবে এখনও অনেক পথ বাকি এবং আমরা তাদের পাশে থাকতে চাই এবং সাহায্য করতে চাই। তারা যেন নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারে”।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

আরও পড়ুন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।