Home খবর কলকাতা আরজি করের ঘটনায় সিভিক ভলান্টিয়ার যোগ? উত্তর এড়িয়ে ‘জটিলতা’ বাড়়ালেন পুলিশ কমিশনার

আরজি করের ঘটনায় সিভিক ভলান্টিয়ার যোগ? উত্তর এড়িয়ে ‘জটিলতা’ বাড়়ালেন পুলিশ কমিশনার

আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় ধৃত ব্যক্তির পরিচয় নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে জানান, ধৃত ব্যক্তিকে একজন ‘সর্বোচ্চ পর্যায়ের অপরাধী’ হিসেবেই দেখা হচ্ছে। তবে ধৃত ব্যক্তি কি সিভিক ভলান্টিয়ার, সেই প্রশ্নের সরাসরি কোনও উত্তর দেননি তিনি। বারবার এই প্রশ্ন করা হলেও, পুলিশ কমিশনার বিষয়টি এড়িয়ে যান, দৃশ্যত মেজাজ হারান। যা নিয়ে পুলিশেরই একাংশে সন্দেহ এবং অসন্তোষের জন্ম দিয়েছে।

ধৃত ব্যক্তির পরিচয় নিয়ে সিভিক ভলান্টিয়ারের যুক্ত থাকার অভিযোগ উঠেছে। সূত্রের খবর অনুযায়ী, ধৃত ব্যক্তি আসলে একজন সিভিক ভলান্টিয়ার, যিনি হাসপাতালের গভীর রাতে অবাধে প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন। তবে পুলিশ কমিশনার এই বিষয়ে কোনো মন্তব্য না করে, ধৃতকে শুধুমাত্র অপরাধী হিসেবেই বর্ণনা করেছেন।

পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, তদন্তে কোনও রকমের ‘অস্বচ্ছতা’ থাকবে না এবং প্রয়োজন হলে মৃতার পরিবার অন্য কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করাতে পারে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, অভিযুক্তের ফাঁসির সাজা চাওয়া হবে এবং ফার্স্ট ট্র্যাক আদালতে দ্রুত বিচার প্রক্রিয়া চলবে।

আরজি করের তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যু, ১ জনকে আটক করল পুলিশ, ধর্ষণের মামলা রুজু

এদিকে, শহরের বিভিন্ন মহলে পুলিশ কমিশনারের এই অবস্থান নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, ঘটনাটি কলকাতার একটি সরকারি হাসপাতালে ঘটেছে, যার নিরাপত্তার দায়িত্ব পুলিশের উপর। এ বিষয়ে পুলিশের কাছে জনগণের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য কমিশনারের আরও স্বচ্ছতা প্রদর্শন করা উচিত ছিল।

আন্দোলন সঙ্গত: মুখ্যমন্ত্রী

আরজি কর হাসপাতালের ঘটনায় দোষীর ফাঁসির দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দকে টেলিফোনে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, এই ঘটনায় ফাস্টট্র্যাক আদালতে ফাঁসির আবেদন জানানো উচিত। রাজ্য পুলিশের উপর আস্থা না থাকলে অন্য কোনও এজেন্সির দ্বারস্থও হতে পারেন আন্দোলনকারীরা। কারণ, সরকারও এই ঘটনার উপযুক্ত তদন্ত চায়।

তিনি বলেন, ‘‘আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকের মৃত্যু ন্যক্কারজনক এবং অমানবিক। আমার মনে হচ্ছে, যেন নিজের পরিবারের কাউকে হারিয়ে ফেলেছি। এই ঘটনাকে কখনওই সমর্থন করা যায় না। জুনিয়র চিকিৎসকেরা যে বিক্ষোভ দেখাচ্ছেন, তা সঙ্গত বলেই আমি মনে করি। আমি ওদের দাবির সঙ্গে একমত।’’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version