Homeখবরকলকাতাতিলোত্তমার দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা

তিলোত্তমার দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা

প্রকাশিত

কলকাতা: আরজি কর ঘটনার প্রতিবাদে, তিলোত্তমার দোষীদের কঠোর শাস্তির দাবিতে এবং সবার সুরক্ষার দাবিতে রামকৃষ্ণ মিশনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির প্রাক্তনীরা রবিবার দুপুরে গোলপার্কে রামকৃষ্ণ মিশনে ইনস্টিটিউট অফ কালচারের সামনে থেকে মিছিল বের করে।

মিশনের প্রাক্তনীরা তাঁদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন নিয়ে মিছিলে যোগ দেন। শঙ্খধ্বনি করে মিছিলের সূচনা হয়। গোলপার্ক থেকে গড়িয়াহাট, রাসবিহারী অ্যাভেনিউ, ভবানীপুর হয়ে নন্দনচত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলের উদ্যোক্তারা অনুরোধ করেছিলেন মিছিলে কালো পোশাক পরে যোগ দিতে। যেহেতু কালো প্রতিবাদের রং, কালো শোকের রং, তাই এই অনুরোধ। মিছিলে যোগদানকারীরা মোটামুটি চেষ্টা করেছেন ড্রেস কোড মেনে চলতে।

মিছিল ছিল মৌন। তবে মিছিলের থিম ছিল – “আমরা বাকরুদ্ধ, আমরা মৌন নই।” মিছিলকারীদের দাবি কী তা তাঁদের হাতে ধরা বিভিন্ন স্লোগান, প্ল্যাকার্ড, পোস্টার এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছিল।

কী কী করা যাবে না তা উদ্যোক্তারা জানিয়ে দিয়েছিলেন – কোনোরকম রাজনৈতিক স্লোগান বা পতাকা বহন করা যাবে না, কোনোরকম স্লোগান দেওয়া যাবে না, কোনো বিশেষ দল, ব্যক্তিকে টার্গেট করে কোনো পোস্টার নেওয়া যাবে না এবং কোনো রাজনৈতিক আলোচনা করা যাবে না। এই নির্দেশ মেনেই মিছিল হয়।

গ্র্যান্ড হোটেলের সামনে অভয়া ক্লিনিক। ছবি: রাজীব বসু।

ধর্মতলায় অভয়া ক্লিনিক

আর জি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনাকে ঘিরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। এর ফলে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা ঠিকমতো পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে। মানুষের সেই অভিযোগের কিছুটা সুরাহা করতে জুনিয়র ডাক্তাররা ধর্মতলায় গ্র্যান্ড হোটেলের সামনে ক্লিনিক খুলেছেন। নাম দিয়েছেন ‘অভয়া ক্লিনিক’। এই ক্লিনিকের মাধ্যমে তাঁরা নিখরচায় চিকিৎসা পরিষেবা দিচ্ছেন।

আরও পড়ুন

‘তিলোত্তমা’র বিচার চেয়ে প্রতিবাদ মিছিল চলছে, যুবভারতীর গ্যালারিতেও প্রতিবাদী ব্যানার   

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...