স্বাধীনতা দিবসের সকালে কলকাতার রেড রোডে আয়োজিত কুচকাওয়াজে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। বিদ্যালয় শিক্ষা বিভাগের পদযাত্রায় অংশ নিতে এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ৩৫ জন স্কুলপড়ুয়া। তড়িঘড়ি তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সেখানে পৌঁছে পড়ুয়াদের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাসপাতাল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, “আজ গরমের সঙ্গে বৃষ্টিও হয়েছে। তার মধ্যে ব্রেকফাস্ট দেওয়া হলেও অনেকের শরীরে ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা দেয়। এখন সকলে স্থিতিশীল আছে। লাঞ্চ দেওয়ার পর ছেড়ে দেওয়া হবে। ডাক্তার ও চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা করছেন। অনেক সময় ভালবাসাতেই অর্ধেক অসুখ সেরে যায়।”
মমতা আরও বলেন, “পড়ুয়ারা মোট এসেছিল ৩৯ জন। একজন টেনশনে ছিল, আর অনেকেই ঠিকমতো খায় না, ডায়েটিং করে—সে কারণেও দুর্বলতা হয়েছে। মালদহ, শাখাওয়াত, ভবানীপুর, আলিপুরদুয়ারসহ বিভিন্ন জেলার পড়ুয়ারা এসেছে। সবার সঙ্গে আলাদাভাবে কথা বলেছি, ওরা এখন অনেকটাই ভাল আছে। শিক্ষকরা পাশে থাকায় সুবিধা হয়েছে।”
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অসুস্থ পড়ুয়াদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়। মূলত অতিরিক্ত গরম ও ভিজে আবহাওয়ার কারণে ডি-হাইড্রেশনের সমস্যা দেখা দেয়। ভর্তি হওয়ার পরেই প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়। সবার শরীরের জলীয় অংশের ঘাটতি পূরণের জন্য স্যালাইন দেওয়া হয়েছে এবং প্রত্যেককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকরা আশ্বাস দেন, কিছুক্ষণের মধ্যেই প্রাথমিক চিকিৎসা শেষ হলে সবাইকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। লাঞ্চ দেওয়ার পর সকলকে ছেড়ে দেওয়া হয়।
স্বাধীনতা দিবসের উদ্যাপনের দিন এই ঘটনা কিছুটা অস্বস্তি তৈরি করলেও দ্রুত চিকিৎসা ও প্রশাসনিক তৎপরতায় পরিস্থিতি সামলে ওঠা সম্ভব হয়েছে।
আরও যে খবর পড়তে পারেন: