Homeখবরকলকাতাশেয়ার বাজারে লগ্নির ফাঁদ, ৩৪ লক্ষ টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত নৌসেনা কর্তা, ধৃত...

শেয়ার বাজারে লগ্নির ফাঁদ, ৩৪ লক্ষ টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত নৌসেনা কর্তা, ধৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সহ ৩

প্রকাশিত

শেয়ার বাজারে লগ্নির টোপ দিয়ে প্রায় ৩৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে লালবাজারের গোয়েন্দাদের হাতে ধরা পড়ল একটি চক্র। চক্রের মূল পান্ডা হিসেবে ধরা পড়েছে বিশ্ববিদ‌্যালয়ের এক ছাত্রীসহ তিনজন। অভিযুক্তদের রবিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে, তাদের জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী। বিচারক অভিযুক্তদের ১৫ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

অভিযুক্তদের পরিচয়

পুলিশ জানিয়েছে, ধৃত তিনজনের নাম গঙ্গারাম সাউ, সৃষ্টি মণ্ডল এবং অমিত সরকার। শেক্সপিয়র সরণি এলাকার জওহরলাল নেহরু রোডে তারা অফিস খোলে। এছাড়াও আরও দু’টি ভুয়া ঠিকানায়ও অফিস খোলে তারা। গঙ্গারাম তার নিজের রাউটার ব্যবহার করে বহু ব্যক্তিকে মেসেজ পাঠায়। এভাবেই তারা অবসরপ্রাপ্ত নৌসেনা কর্মকর্তাকে প্রতারণার ফাঁদে ফেলে।

প্রতারণার কৌশল

প্রতারণার কৌশল হিসেবে তারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে গ্রুপ খুলে শেয়ার বাজারে লগ্নির টোপ দেয়। প্রোমোশনাল ভিডিও পাঠিয়ে লাইক দিতে বলে এবং বিনিময়ে কিছু টাকাও দেয়। এতে প্রলুব্ধ হয়ে অবসরপ্রাপ্ত মহিলা নৌসেনা কর্তা লগ্নি শুরু করেন। তিনি টাকা ফেরত চাইলে আরও টাকা লগ্নি করার প্রস্তাব দেওয়া হয়। এভাবে তিনি ৩৩ লাখ ৮০ হাজার টাকা পাঠানোর পর সন্দেহ হলে, লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন।

নতুন টেলিকম আইন কী ভাবে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ ব্যবহারের পদ্ধতিতে প্রভাব ফেলবে

তদন্তের অগ্রগতি

গোয়েন্দা পুলিশ তদন্ত করে জানতে পারে যে, জালিয়াতির টাকা ১১টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সরানো হয়েছে। এই অ্যাকাউন্টগুলির ভিত্তিতে তদন্ত করতে গিয়ে কয়েকটি মোবাইল নম্বরের হদিশ পান গোয়েন্দারা। এভাবে পুলিশের হাতে আসে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এমএ পাঠরত ছাত্রী সৃষ্টি মণ্ডল, যিনি মূলত এই অ্যাকাউন্টগুলি পরিচালনা করতেন।

ধৃতদের কাছ থেকে উদ্ধার

পুলিশ শেক্সপিয়র সরণির অফিসে হানা দিয়ে ৪০টি ভুয়ো সিমকার্ড, টাকা গোণার যন্ত্র, প্রচুর এটিএম কার্ড এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করে। অভিযোগকারিণী ছাড়াও আরও কতজনের কাছ থেকে তারা টাকা হাতিয়েছে, তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনার পর লালবাজারের গোয়েন্দা বিভাগ সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং শেয়ার বাজারে লগ্নি করার আগে ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

আরও পড়ুন

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...