পাঁচ বছর পর ফের তৃণমূলে ফিরলেন টেলিভিশন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সোমবার, ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে ‘ঘর ওয়াপসি’ করলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণেই ফিরে আসা, জানিয়ে আবেগে ভেসেছেন অভিনেত্রী। বললেন, “পাঁচ বছর রেজিমেন্টেড দলে কাটানোর পর মনে হচ্ছে স্বর্গে ফিরে এলাম।”
২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে, অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান। সেই তালিকায় ছিলেন রূপাঞ্জনাও। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো টলিউড তারকারা। সে সময় রূপাঞ্জনা অভিযোগ করেছিলেন, তৃণমূলের পক্ষ থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। কাজও পাচ্ছেন না বলে দাবি করেন।
তবে বিজেপিতে থেকেও সক্রিয় রাজনীতির সুযোগ না পেয়ে ক্রমে সরে যান। গত ডিসেম্বরেই ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলে ফেরার। জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য তাঁদের চাপ দেওয়া হত, যা তিনি মেনে নিতে পারেননি।
অবশেষে ২১ জুলাই, শহিদ দিবসের দিনে আনুষ্ঠানিকভাবে ফিরলেন পুরনো ঘরে। আনন্দবাজার অনলাইনে দেওয়া সাক্ষাৎকারে রূপাঞ্জনা বলেন, “দিদি নিজে আমন্ত্রণ জানিয়েছেন। আগেও অভিনয়ের পাশাপাশি রাজনীতি করেছি, এবারও করব। এই দলে ফিরে এসে যেন মুক্তির অনুভব হচ্ছে।”
টলিউডের বর্তমান টানাপোড়েন নিয়েও মুখ খোলেন অভিনেত্রী। বাংলা বিনোদন জগতে পরিচালকদের দ্বন্দ্বে যে প্রভাব পড়ছে, সে বিষয়ে আলোচনায় সমস্যার সমাধান সম্ভব বলেই মনে করেন তিনি। বলেন, “আলোচনায় সব সমস্যার সমাধান হয়। আশা করি, এই সমস্যাও মিটে যাবে।”
রূপাঞ্জনার ঘরে ফেরা শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, তা যেন আবেগেরও বহিঃপ্রকাশ। তিনি নিজে জানান, আগেও চার বছর তৃণমূলের সঙ্গে ছিলেন। কোনও তিক্ততা বা মালিন্য আর নেই, বরং নতুন উদ্যমেই আবার রাজনীতিতে সক্রিয় হবেন তিনি।
আরও পড়ুন: ‘কোর্টকে রাজনীতিকরণ করবেন না’, মমতার বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় কড়া বার্তা প্রধান বিচারপতির