ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের কৃতি প্রাক্তনী ও প্রখ্যাত সঙ্গীতশিল্পী সত্য চৌধুরীর স্মরণে এক গর্বের মুহূর্তের সাক্ষী থাকল দক্ষিণ কলকাতা। বেহালার শিমূলতলা বাজার সংলগ্ন অঞ্চলে তাঁর নামে একটি পার্ক এবং আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করল কলকাতা পুরসভা।
এই বিশেষ উদ্যোগের মাধ্যমে শহরের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানানোর চেষ্টা করা হয়েছে। বুধবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসনিক আধিকারিক দেবাশীষ বসু, দক্ষিণ কলকাতার বিধায়ক দেবাশীষ কুমার, শিল্পীর ভ্রাতুষ্পুত্র পরমানন্দ চৌধুরী, রাজা দে, ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সহ একাধিক বিশিষ্টজন।

অনুষ্ঠানে বক্তারা সত্য চৌধুরীর সঙ্গীতজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে তাঁর সৃষ্টিকে সম্মান করার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
কলকাতা পুরসভার এই প্রয়াস নিঃসন্দেহে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের ইতিহাসে এবং শহরের সংস্কৃতিচর্চায় এক নতুন অধ্যায় সংযোজন করল।