Homeখবরকলকাতাশিশু অধিকার রক্ষায় নেতৃত্বে স্কুলছাত্রী, UNICEF-এর পশ্চিমবঙ্গ শাখার প্রতীকী প্রধানের পদে বসল...

শিশু অধিকার রক্ষায় নেতৃত্বে স্কুলছাত্রী, UNICEF-এর পশ্চিমবঙ্গ শাখার প্রতীকী প্রধানের পদে বসল রিয়া

প্রকাশিত

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ২ ব্লকের বিদ্যানগর গ্রামের এক বিশেষ ভাবে সক্ষম স্কুলছাত্রী আজ প্রতীকীভাবে ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার প্রধানের পদ বসল। পদে বসে সে শিশুদের মতামতকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে।

বিশ্ব শিশু দিবস উপলক্ষে ইউনিসেফের “কিডস টেকওভার” কর্মসূচির অংশ হিসেবে, বিদ্যানগর গার্লস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী রিয়া সরদার এই দায়িত্ব পালন করে।

চেয়ারে বসার পর রিয়া সিদ্ধান্ত নেয় যে ইউনিসেফের কর্মকর্তারা বছরে একবার শিশুদের সঙ্গে বৈঠক করবেন এবং তাদের মতামত শিশু উন্নয়ন কর্মসূচি পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।

ভাল ভাবে হাঁটতে পারে না রিয়া। হুইলচেয়ারে চলাফেরা করে।  ইউনিসেফের চিফ ড. মঞ্জুর হোসেনের কম্পিউটারের কিবোর্ডে বোতাম ক্লিক করে একটি ইমেল পাঠান। এর ফলে তার সিদ্ধান্ত সকল কর্মকর্তার কাছে পৌঁছে যায়।

রিয়া বলে, “শুরুর দিকে আমাদের স্কুলের টয়লেটে র‌্যাম্প ছিল না। কিন্তু এখন স্কুল কর্তৃপক্ষের সহায়তায় র‌্যাম্প তৈরি হয়েছে। আমার বাবার অনুরোধে ক্লাসগুলো স্কুলের নিচতলায় আয়োজন করা হচ্ছে। আমি চাই, আমার মতো প্রতিবন্ধী শিশুদের যেন আর কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।”

ইউনিসেফ কর্মকর্তারা প্রতিশ্রুতি দেন যে রিয়ার নেওয়া সিদ্ধান্তগুলি বাস্তবায়িত হবে। শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং তাদের অধিকার রক্ষায় ‘শোনো আগামীকে’ কমর্সূচির অংশ হিসেবে বার্ষিক সভার আয়োজন করা হবে।

মুর্শিদাবাদের বহরমপুরে আরেকটি “কিডস টেকওভার” কর্মসূচিতে, চুয়ানপুর বিদ্যানিকেতন গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী সৌমিকি চক্রবর্তী স্থানীয় সম্প্রদায়-ভিত্তিক টিভি চ্যানেল ImaginCTv-এর সম্পাদকের চেয়ারে বসে। সে সিদ্ধান্ত নেয়, প্রতি মাসে অন্তত একটি শিশু-সংক্রান্ত সমস্যা নিয়ে খবর সম্প্রচার করা হবে।

ড. মঞ্জুর হোসেন বলেন, “শিশুদের কণ্ঠ আমাদের কাজে অন্তর্ভুক্ত করার এই উদ্যোগ তাদের অংশগ্রহণকে উৎসাহিত করবে। এর মাধ্যমে আমরা তাদের সমস্যা ও মতামত বুঝতে পারব এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে তাদের অধিকার রক্ষা করতে পারব।”

‘শোনো আগামীকে’, ইউনিসেফ আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রীর সামনে তাদের সমস্যার কথা তুলে ধরল শিশুরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।